এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি: দেশের মধ্যে বাংলাতেই(Bengal) সব থেকে বেশি মানুষ পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পে তাঁদের আমানত বিনিয়োগ করেন। সেই সূত্রে এই রাজ্যেই রয়েছে দেশের মধ্যে সব থেকে বেশি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট(POSA)। এবার সেই সেভিংস অ্যাকাউন্ট নিয়েই বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government)। যার জেরে কিছুটা হলেও দুর্ভোগের মুখে পড়তে এরাজ্যের ৭৫ লক্ষেরও বেশি নাগরিক। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে আগামী বছরের ১ এপ্রিলের মধ্যে দেশে যত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সব অ্যাকাউন্টকে এমন একটি মোবাইল নম্বরের সঙ্গে জুড়ে দিতে হবে যার সঙ্গে আধার নম্বর যুক্ত রয়েছে। অর্থাৎ পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট যুক্ত হবে আধারযুক্ত মোবাইল নম্বরের(Aadhar Connected Mobile Number) সঙ্গে। যদি তা না করা হয় তাহলে ওই সব সেভিংস অ্যাকাউন্ট ১ এপ্রিল থেকে ব্লক করে দেওয়া হবে। সম্প্রতি এমনই এক নির্দেশিকা জারি করেছে ডাক বিভাগ(India Post)।

আরও পড়ুন ভারত-চিন সীমান্তে উত্তেজনার মাঝে বাংলায় এনে রাখা হল রাফাল যুদ্ধবিমান  

আপাতত ডাক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পোস্ট অফিসের কোনও সেভিংস অ্যাকাউন্টই ব্লক করা হবে না। ওই সব অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করা যাবে। কিন্তু ১ এপ্রিলের মধ্যে ওই সব সেভিংস অ্যাকাউন্টকে আধারযুক্ত মোবাইল নম্বরের সঙ্গে জুড়তে হবেই। নাহলেই তা ব্লক করে দেওয়া হবে ১ এপ্রিল থেকে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? ডাক বিভাগের আধিকারিকদের দাবি, কেন্দ্র সরকার আসলে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করার চেষ্টা অনেকদিন ধরেই চালিয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টি বাধ্যতামূলক ছিল না বলে অনেকেই তা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন না। কিন্তু এবার বিষয়টিকে বাধ্যতামূলক করে দিচ্ছে কেন্দ্র। অর্থাৎ পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আধারযুক্ত মোবাইল নম্বর সংযুক্ত না হলে তা আপনা থেকেই ১ এপ্রিল থেকে ব্লক হয়ে যাবে। গ্রাহককে আর্থিকভাবে সুরক্ষিত রাখতেই এই নিয়ম লাগু করা হয়েছে বলে কেন্দ্রের দাবি। একই সঙ্গে এবার থেকে যে কোনও লেনদেনের ক্ষেত্রেই পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল ফোনের নম্বর সংযোগ থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আগে ২০ হাজার টাকা বা তার ওপরের লেনদেনে মোবাইল নম্বর চাওয়া হতো। এখন থেকে সেই সীমারেখা তুলে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন মেলেনি শাহি সময়, শনিবার উদ্বোধন হচ্ছে না জোকা-তারাতলা মেট্রোর

পশ্চিমবঙ্গে সব ডাকঘর মিলিয়ে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকের সংখ্যা প্রায় ৭৬ লক্ষ ৭৭ হাজার। সেই হিসাবে প্রায় সম সংখ্যক মানুষকে আগামী ৩১ মার্চের মধ্যে তাঁদের পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আধারযুক্ত মোবাইল নম্বরের সংযুক্তিকরণ করের ফেলতে হবে। যেহেতু এ রাজ্যে বয়স্ক মানুষেরাই এই ধরনের অ্যাকাউন্ট বেশি ব্যবহার করেন তাই এক্ষেত্রে তাঁরাই সব থেকে বেশি হয়রানির মুখে পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে। এতদিন দেখা যাচ্ছিল যে একই গ্রাহক বিভিন্ন ডাকঘরে বিভিন্ন অ্যাকাউন্ট খুলতেন ও আলাদা আলাদা কাস্টমার ইনফরমেশন ফাইল বা সিআইএফ তৈরি হতো। এখন ডাকবিভাগ একজন গ্রাহকের সব অ্যাকাউন্ট বা সঞ্চয় প্রকল্পগুলিকে একটি সিআইএফের আওতায় আনার কাজ শুরু করে দিয়েছে। তার সঙ্গেই যুক্ত করা হবে য়াধারযুক্ত মোবাইলের নম্বর। এতে যে শুধু নিরাপত্তা মিলবে, তা নয়, এসএমএস, ই-পাশবই বা আইভিআরএসের সুবিধাও পাবেন গ্রাহকেরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজ্ঞাপনে তৃণমূলকে নিশানা, সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

ভোটের দিন হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

৩ মাসের ভোট গেরোয় নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ স্বাস্থ্যসাথীতে, বিপাকে বহু পরিবার

ভোট বড় দায়, বামেদের মুখে ঝামা ঘষে মমতার লক্ষ্মীর ভান্ডারের পাশে বৃন্দা

শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনে ৩ কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর

কেন এত সময় লাগছে? মানিকতলা উপনির্বাচন নিয়ে কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর