এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বায়ু দূষণের নিরিখে দিল্লিকে টেক্কা দিল হাওড়ার ঘুসুড়ি

নিজস্ব প্রতিনিধি: নানা সমীক্ষা ও ঘটনা বলে দিচ্ছে কোভিড আক্রান্তদের ফুসফুস বেশ ভালই ক্ষতিগ্রস্থ হচ্ছে। কার্যত সেই ফুসফুসের কার্যকারিতা অনেকটাই কমে যাচ্ছে কোভিড থেকে সেরে ওঠার পরে পরেই। আর এই প্রবণতা দেখা যাচ্ছে কচিকাঁচা থেকে তরুণ প্রজন্ম হয়ে বয়স্কদের মধ্যেও। অর্থাৎ এই ক্ষতি থেকে কোনও বয়সের মানুষই বাদ থাকছেন না। এই অবস্থায় বিশেষজ্ঞরা বার বার জানাচ্ছেন, খারাপ ফুসফুস নিয়ে বেঁচে থাকতে হলে বাতাসকে যতটা সম্ভব পরিশুদ্ধ হতে হবে। কিন্তু বৃহস্পতিবার সকালে হাওড়ার ঘুসড়ি এলাকা যে ছবি তুলে ধরল বায়ু দূষণের ক্ষেত্রে তা এখন রীতিমত চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো বিশেষজ্ঞ থেকে পরিবেশবিদ মায় প্রশাসনিক কর্তাদের কাছেও। কার্যত কলকাতাকে পিছনে ফেলে দিল্লিকেও টেক্কা দিয়েছে এদিনের ঘুসুড়ি এলাকার বায়ু দূষণ।

রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তরফে বৃহস্পতিবার যে ‘বাতাসের গুণমানের সূচক’ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, হাওড়ার ঘুসুড়িতে বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ (পিএম ২.৫) ৩২৩। এমনকি এদিন ওই একই সময়ে দিল্লিতে বাতাসে সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ ধরা পড়েছে (পিএম ২.৫) ১৮৮.২। ঘটনা হচ্ছে ঘুসুড়ি বায়ু দূষণের এই দৌড়ে শুধু দিল্লিকেই হারিয়েছে এমন নয়, পিছনে ফেলেছে কলকাতা সহ মুম্বইয়ের মতো দুই বড় শহরকেও। আর এটাই উদ্বেগ বাড়িয়েছে পরিবেশবিদ থেকে প্রশাসনিক কর্তাদের। কেননা কলকাতার মতো বড় শহরকে পিছনে ফেলে কীভাবে ঘুসুড়ির মতো এলাকায় বায়ু দূষণ এতটা বেড়ে গেল সেটাই তাঁরা বুঝে উঠতে পারছেন না। তবে মনে করা হচ্ছে ঘুসুড়ি এলাকায় থাকা অজস্র ছোট ও মাঝারি মাপের কারখানা থেকে নির্গত ধোঁয়ার জেরেই এই ঘটনা ঘটেছে।

তবে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে সব থেকে বেশি চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের মধ্যেও। কেননা তাঁদের অভিমত, বাতাসের মান খারাপ হলে ক্ষতিগ্রস্ত হবেন কোভিড থেকে সেরে ওঠা মানুষদের পাশাপাশি কোভিডে আক্রান্ত না হওয়া সাধারণ মানুষও। বায়ু দূষণের জেরে সবথেকে বেশি প্রভাব পড়ে শিশু এবং বয়স্কদের শরীরে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ক্ষতি দীর্ঘমেয়াদি হয়। এমনিতেই মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফুসফুসের কার্যক্ষমতা অনেকাংশেই কমে যায়। এই অবস্থায় ছোট বয়সেই ফুসফুস ক্ষতিগ্রস্থ হলে তরুণ বয়সেই দেখা যায় অনেকেই শ্বাসকষ্ট ও হাঁফানির মতো রোগে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে কোভিড থেকে সেরে ওঠা বয়স্ক মানুষদের ক্ষতিগ্রস্থ ফুসফুসকে আরও ক্ষতিগ্রস্থ করে দেবে এই বায়ু দূষণ। তাই যত তাড়াতাড়ি এই দূষণ কাটিয়ে ঘুসুড়ি ঘুরে দাঁড়াবে ততই মঙ্গল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত নম্বর লাগবে? জানিয়ে দিল পর্ষদ

‘দলের সবথেকে বেশি ক্ষতি করেছে’, কুণালকে তোপ জেলবন্দি পার্থর

শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকে খোঁচা শশী পাঁজার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর