এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ কৌস্তভ, বাড়ছে দলবদলের জল্পনা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ঝুলি থেকে বেড়াল বেড়িয়েই গেল। নিজের মুখেই যা ইঙ্গিত দেওয়ার দিয়ে দিলেন তিনি। সূত্রের দাবি, জার্সি বদলের অপেক্ষা এখন শুধুই সময়মাত্র। পুজোর আগেই হয়তো তা সম্পন্ন হবে। নজরে কৌস্তভ বাগচী(Koustav Bagchi)। দরাজ গলায় তিনি প্রশংসা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সেই সঙ্গে বাংলার মাটিতে তৃণমূলের(TMC) বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বিকল্প মঞ্চের কথাও বলেছেন তিনি। রাজ্যের এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সেই সাক্ষাৎকার এখন বিতর্কের সূচনা ঘটিয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও তাঁর গলায় শুভেন্দুর প্রশংসা দেখে অনেকেই মনে করছেন, কৌস্তভের কংগ্রেস ত্যাগ এখন সময়ের অপেক্ষা মাত্র। কেননা ওই সাক্ষাৎকারে তিনি নাম না নিয়েই প্রদেশ কংগ্রেস সভাপতিকেও কটাক্ষ হেনেছেন যা মুখ বুজে মেনে নেওয়া হবে না বলেই বিধানভবন সূত্রে জানা গিয়েছে। তৃণমূল অবশ্য খুশিই হয়েছে কৌস্তভ ঝেড়ে কাশায়। 

শুভেন্দুকে নিয়ে কী বলেছেন কৌস্তভ শুভেন্দু ও বিকল্প মঞ্চ নিয়ে? তিনি বলেছেন, ‘বিরোধী দলনেতার পারফরম্যান্সকে ছোট করে দেখা যাবে না, তৃণমূলকে উৎখাত করার জন্য আমার কাছে শুভেন্দু অচ্ছুৎ নন। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা অস্বীকার করার কোনও জায়গা নেই। বিজেপিতে থেকে তিনি সবটা করতে পারছেন না, এর জন্য একটি বিকল্প রাজনীতি প্রয়োজন। আমাদের সময় একজন বিরোধী দলনেতা ছিলেন, মানুষ জানতেনই না, এখন বিরোধী দলনেতা কে মানুষ জানেন, বিরোধী দলনেতার পারফরম্যান্সকে ছোট করে দেখা যাবে না। বিজেপির সঙ্গে মতান্তর থাকতেই পারে, কিন্তু তিনি অচ্ছুৎ নন।’ কৌস্তভের এহেন মন্তব্য থেকেই ওয়াকিবহাল মহলের ধারনা কার্যত বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিতই এদিন দিয়েছেন তিনি। বিজেপি সূত্রও তেমনটাই জানাচ্ছে। পুজোর আগেই ঘটতে পারে জার্সি বদল। যদিও সেই সম্ভাবনা খারিজ করেছেন কৌস্তভ নিজেই।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমি কি একবারও বলেছি বিজেপিতে(BJP) যাচ্ছি? যা করেছি বুক ফুলিয়ে করেছি, যা করেছি মাথা উঁচু করে করেছি। আমি বলেছি পশ্চিমবঙ্গে একটা বিকল্প রাজনীতির দরকার, এটা বলা মানে এই অর্থ নয়, যে আমায় বিজেপিতে যেতে হবে। আমি যদি কখনও দলবদল করি, চিৎকার করে বলেই করব, লুকিয়ে করব না। অহেতুক জল্পনার দরকার নেই। পশ্চিমবঙ্গে কংগ্রেস(INC) যদি তৃণমূলের সঙ্গে জোট করে, দলটার সুইসাইড করা হয়ে যাবে। আমাদের নেতারা যদি সুইসাইড করতে চান করুন, আমি করতে রাজি নই। সাধারণ কংগ্রেস কর্মীরা সুইসাইড করতে রাজি নন।’ আর সেই সূত্রেই মনে করা হচ্ছে কৌস্তভ আগামী দিনে হয়তো পদ্মশিবিরেই যাচ্ছেন। বঙ্গ বিজেপিও তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত বলে সূত্রে জানা গিয়েছে। তাঁকে আগামী লোকসভা নির্বাচনে প্রার্থীও করতে পারে পদ্মশিবির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উল্টোডাঙ্গা ফ্লাইওভারে চলন্ত গাড়িতে ভয়ংকর আগুন, ব্যাপক যানজট ভিআইপি রোডে

সুপ্রিম রায়ের পরে আবির খেললেন শিক্ষকরা, কলকাতায় ফলের জুস খেয়ে অনশন ভঙ্গ

‘সুপ্রিম কোর্টে ন্যায় মেলায় খুশি’, এসএসি মামলা নিয়ে প্রতিক্রিয়া মমতার

তৃতীয় দফার ভোট শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

বঙ্গে দুর্যোগ চলবে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, জলোচ্ছ্বাস বাড়বে

‘সত্যের জয় হয়েছে’, সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে টুইট অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর