এই মুহূর্তে




চিংড়িঘাটা মোড়ে মেট্রোর পিলার নির্মাণের প্রস্তুতি, পরীক্ষা পুলিশের




নিজস্ব প্রতিনিধি: জোর কদমে কাজ চলছে কবি সুভাষ ও বিমানবন্দরের মধ্যবর্তী মেট্রো রেল প্রকল্পের(Kavi Subhas Airport Metro Rail Project)। সেই প্রকল্পের একটি অংশে অর্থাৎ রুবির মোড়ে থাকা হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষের মধ্যে চলতি বছরেই মেট্রো পরিষেবা শুরু হয়ে যাওয়ার কথা। এর পরের ধাপ হিসাবে রুবি থেকে সেক্টর ফাইভ অবধি কাজ শেষ করার কথা। সেই কাজ শেষ করার জন্যই এখন Eastern Metropolitan Bypass বা E M Bypass’র চিংড়িঘাটা মোড়ে(Chingrighata Crossing) মেট্রোর পিলার নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সেই কাজের জন্যই শনিবার দুপুর থেকে সেখানে পরীক্ষামূলকভাবে যান চলাচল(Experimental Transport Moving) শুরু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ(Kolkata Police)। চিংড়িঘাটায় বাইপাসের মাঝ বরাবর, যে জায়গায় পিলারটি বসবে, সেই অংশকে গার্ডরেল দিয়ে ঘিরে পরীক্ষামূলকভাবে যান চলাচল করানো হচ্ছে। শনিবার ও রবিবারে মতো ছুটির দিনে বাইপাসে যান চলাচলের ক্ষেত্রে এর প্রভাব কী, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেও এই প্রভাব খতিয়ে দেখা হবে। এভাবে যান নিয়ন্ত্রণে যদি কোথাও সমস্যা হয়, তাহলে পরবর্তীকালে সেই মতো ব্যবস্থা নেবে কলকাতা ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন ওষুধের দাম Patent Right তুলে নিচ্ছে মোদি সরকার

কলকাতা ট্রাফিক পুলিশের সূত্রে জানা গিয়েছে, শনিবার অর্থাৎ পরীক্ষামূলক ভাবে গাড়ি চালাচলের প্রথম দিন তেমন বড় কোনও সমস্যা নজরে আসেনি। তবে বাইপাসের ওই অংশে দুই লেনেই যানবাহনের গতি থমকে যাচ্ছে। মূলত, কৌতূহলী চালকরা গাড়ির গতি কমিয়ে দেওয়ায় সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণমুখী লেনে পরিস্থিতি জটিল হচ্ছে। তবে সুকান্তনগরের দিকের রাস্তায় কোনও সমস্যা হচ্ছে না। তিনদিন যান চলাচলের গতিপ্রকৃতি খতিয়ে দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর চিংড়িঘাটা মোড়ে মেট্রোর পিলার নির্মাণের কাজ শুরু হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কলকাতা ট্রাফিক পুলিশ, মেট্রো রেল, আরভিএনএল, কলকাতা পুরনিগমকে নিয়ে যৌথ কমিটি গঠন করা হয়েছে। শনিবার কলকাতা পুলিশের কর্তাদের পাশাপাশি মেট্রোর জিএম, আরভিএনএল-এর কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্রাফিক পুলিস সবুজ সংকেত দিলে কাজ শুরুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি। তবে অস্বীকার করার উপায় নেই কলকাতা টড়াফিক পুলিশের আসল পরীক্ষা আগামিকাল অর্থাৎ সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার।

আরও পড়ুন রাজ্যপালের রোষে বরখাস্ত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী

এমনিতেই সন্ধ্যার দিকে বাইপাসে বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে চিংড়িঘাটা মোড় পর্যন্ত গাড়ির লম্বা লাইন পড়ে যায়। আবার একই ছবি দেখা যায় নিক্কো পার্কের দিক থেকে চিংড়িঘাটার আসার রাস্তায়। তবে মেট্রোপলিটানের দিক থেকে নিক্কোপার্কের দিকে যেতে সেভাবে কোনও সমস্যা হয় না উড়ালপুল থাকায়। তাই আগামিকাল কী হয় সেই দিকেই তাকিয়ে থাকছেন কলকাতা পুলিশ ও মেট্রো রেলের আধিকারিকেরা। যদি দেখা যায়, যানজট আরও তীব্র হচ্ছে সেক্ষেত্রে অন্য পরিকল্পনা সারতে হবে। প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে তেমন হলে, বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে চিংড়াঘাটাগামী চার চাকার ছোট গাড়ি সল্টলেক ব্রডওয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেই রাস্তায় জিডি ব্লক হয়ে নিক্কো পার্কের কাছে রাস্তা ধরা যাবে চিংড়িঘাটা যাওয়ার জন্য। শুধুমাত্র যাত্রীবাহী বাস বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে সরাসরি চিংড়িঘাটা মোড়ের দিকে যেতে দেওয়া হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কাজে ফিরুন’, চিকিৎসকদের কাছে ফের আর্জি মমতার

ভেস্তেই গেল জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক, নবান্ন ছাড়লেন মুখ্যমন্ত্রী

এসমা প্রয়োগ করছেন না , স্পষ্ট জানিয়ে দিলেন মমতা

‘পদত্যাগ করতেও রাজি, চাই তিলোত্তমা বিচার পাক’, জানিয়ে দিলেন মমতা

‘জাতীয় রাজনীতিতে ক্ষতি’,ইয়েচুরির মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

‘শকুনের রাজনীতি করে চলেছে বিজেপি, রাজনৈতিক উস্কানি থেকে দূরে থাকুন’, বার্তা তৃণমূলের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর