এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সোনারপুরে মাস্ক বিলি করলেন লাভলি-ফিরদৌসি

নিজস্ব প্রতিনিধি: সোনারপুরে কোভিডের সংক্রমণ ঠেকাতে সেখানে চারদিন ধরে সব দোকানপাট ও বাজারহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার থেকেই সেই নির্দেশ লাগু হয়েছে। শুক্রবার সকালে সেই নির্দেশ কতখানি কার্যকর হয়েছে তা খতিয়ে দেখতে এদিন রাস্তায় নামেন সোনারপুর উত্তর ও দক্ষিণের দুই বিধায়ক ফিরদৌসি বেগম ও লাভলি মৈত্র। এদিন সকালে দুই বিধায়ককেই দেখা যায় নিজের নিজের মতো করে পথচলতি মানুষের মধ্যে মাস্ক বিলি করতে। স্থানীয় বাসিন্দারা যাতে মাস্ক পরে বাড়ির বাইরে বার হম্ন তার জন্যও জোর প্রচার চালান তাঁরা। একইসঙ্গে এদিন রাজপুর-সোনারপুর পুরসভার বিভিন্ন বাজার স্যানিটাইজ করা হয়।

রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় এখন নিত্যদিন ৭০০’রও বেশি মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন। তার একটা বড় অংশই আবার সোনারপুর এলাকার। সেখানে এখন ৩০০’রও বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। তাই সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত শহরের সব দোকানবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সেই নির্দেশ কতখানি এলাকার ব্যবসায়ীরা ও বাসিন্দারা মেনে চলছেন তা খতিয়ে দেখতে বৃহস্পতিবারই রাস্তায় নামেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম। শুক্রবারও তিনি পথে নামেন। এদিন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রকেও দেখা গেল রাস্তায় নেমে মানুষের মধ্যে সচেতনতার প্রচার করার পাশাপাশি পথচলতি মানুষদের মধ্যে মাস্ক বিলি করতে। দুই বিধায়কই এদিন শহরের নানা বাজার এলাকা পরিদর্শন করেন। লাভলির সঙ্গে এদিন ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ও পেশায় চিকিৎসক পল্লব দাস। আবার ফিরদৌসির সঙ্গে ছিলেন নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস।

এদিন সংবাদমাধ্যমকে ফিরদৌসি জানান, ‘অনেকেই মাস্ক পরছেন না। তাঁদের মাস্ক পরাতে হচ্ছে। তবে দোকানপাট সব বন্ধ রয়েছে। ১১ জানুয়ারি পর্যন্ত সমস্ত বাজার ও দোকানপাট বন্ধ রাখা হবে। শুধুমাত্র জরুরিকালীন পরিষেবা চালু থাকবে। এইসময় বাজারগুলি স্যানিটাইজ করার কাজ করবে পুরসভা। কোভিডবিধি রুখতে মাস্ক পরার ব্যাপারে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন। মাস্ক ছাড়া কেউ বের হলে এবার আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবা হচ্ছে।’ আবার লাভলি জানিয়েছেন, ‘আমাদের এখানে ৪ দিন বাজার বন্ধ। আজকে এখানে দ্বিতীয় দিন। ঘুরে দেখলাম বাজার সব বন্ধই। যাঁরা এখনও মাস্ক পরেননি, একটু গাফিলতি করছেন, তাঁদেরকে মাস্ক দিচ্ছি। তাঁদেরকে সচেতন করার চেষ্টা করছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঐতিহাসিক ১৩ মে, আজই আবার ভোট চতুর্থী, উজ্জীবিত তৃণমূল

তৃণমূলের নিস্ক্রিয় কর্মীদের সক্রিয় করতে উদ্যোগী সুব্রত বক্সী

১৫ মে’ র পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা কমবে, বাড়বে অস্বস্তিকর গরম

‘মুসলিমদের এতো নিচু করার কোনও কারণ নেই’, সংখ্যালঘুদের পাশে মমতা

শ্লীলতাহানি  কাণ্ডে রাজভবনের আরও ৪ কর্মীকে তলব লালবাজারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর