এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দেশে এগিয়ে বাংলা, নজরে One Station, One Product

নিজস্ব প্রতিনিধি: আবারও দেশে নরেন্দ্র মোদির(Narendra Modi) মান রাখল বাংলা। রেলমন্ত্রকের(Rail Ministry) পক্ষ থেকে গত ১ মে পর্যন্ত সারা দেশের মোট ৭২৮টি রেলওয়ে স্টেশনে ৭৮৫টি One Station, One Product বা OSOP আউটলেট খোলা হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি স্টল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায়। উল্লিখিত সময়সীমা পর্যন্ত বাংলার(Bengal) মোট ৯৮টি রেলওয়ে স্টেশনে এই স্টল খোলা হয়েছে। এরপরেই রয়েছে তামিলনাড়ু। এই দক্ষিণী রাজ্যের মোট ৯৫টি স্টেশনে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট স্টল খুলেছে রেলমন্ত্রক। স্থানীয় পণ্যের প্রচার ও প্রসারের পাশাপাশি তার বিপণনের ব্যবস্থা করতেই দেশের স্টেশনে স্টেশনে One Station, One Product’র আউটলেট খুলেছে মোদি সরকার। কিন্তু, দেখা যাচ্ছে বাংলা ও তামিলনাড়ু যতটা এগিয়ে গিয়েছে তার ধারে কাছেও নেই গুজরাত, হরিয়ানা, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলি(Double Engine States)।

আরও পড়ুন Jobcard Holders-দের বিকল্প কাজ দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

রকমারি স্থানীয় জনপ্রিয় পণ্যের বিপুল সম্ভারকে দেশের মানুষের কাছে তুলে ধরতেই মোদি সরকার One Station, One Product’র আউটলেট খুলেছে। গত ১ মে পর্যন্ত সারা দেশের মোট ৭২৮টি রেলওয়ে স্টেশনে ৭৮৫টি আউটলেট খোলা হয়েছে। বাংলার বুকে হাতে তৈরি গয়না, পাট দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী, বাংলার নিজস্ব শাড়ি, হ্যান্ডলুম তাঁতের মতো একাধিক পণ্য বাংলার বিভিন্ন স্টেশনের স্টলে বিপণনের জন্য তুলে ধরা হচ্ছে। তবে স্থানীয় পণ্যের প্রচার-প্রসার, বিপণনে অনেকটাই পিছিয়ে রয়েছে একাধিক ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলি। এব্যাপারে রেলের পরিসংখ্যান থেকেই সার্বিক ছবি সামনে এসেছে। বাংলা ও তামিলনাড়ুর পরেই সব থেকে বেশি OSOP আউটলেট খোলা হয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। অথচ বাংলার থেকে ৪ গুণ রেললাইন ও স্টেশন সেই রাজ্যে রয়েছে। কিন্তু তারপরেও যোগীরাজ্যের মাত্র ৭৩টি স্টেশনে এই আউটলেট খোলা হয়েছে। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বিজেপি শাসিত গুজরাত, হরিয়ানা কিংবা উত্তরাখণ্ডে এহেন স্টেশনের সংখ্যা তুলনায় আরও কম খোলা হয়েছে। কোথাও ১৫টি, আবার কোথাও মাত্র ১টি।

আরও পড়ুন খুব শীঘ্রই কলকাতা পুলিশের ১২ হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন স্টেশনের আউটলেটে হাতে তৈরি গয়না বলতে মাটি কিংবা ডোকরা অথবা টেরাকোটার তৈরি পণ্যকেই বোঝানো হয়েছে। স্থানীয় স্তরে তো বটেই, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও এগুলোর চাহিদা সীমাহীন। অসমের বাঁশের তৈরি বিভিন্ন শৌখিন জিনিস, অসমীয়া পিঠা, হ্যান্ডলুম, বিহারের লিট্টি-চোখা, মধুবনি পেন্টিং, ছত্তিসগড়ের বিভিন্ন আদিবাসী সামগ্রী, রাজস্থানের মার্বেল স্টোন সামগ্রী, উত্তরপ্রদেশের কার্পেট, চিকন-জরির মতো রকমারি পণ্য সংশ্লিষ্ট রাজ্যগুলির বিভিন্ন স্টেশনের স্টলে শোভা পাচ্ছে। বাংলার যেসব স্টেশনে এই One Station, One Product’র আউটলেট খোলা হয়েছে তার মধ্যে রয়েছে আদ্রা, আসানসোল, আলিপুরদুয়ার জংশন, বালুরঘাট, ব্যান্ডেল, বারাকপুর, চাকদহ, চন্দননগর, দার্জিলিং, দীঘা, দুর্গাপুর, একলাখি, ফালাকাটা, ঘুম, গাজোল, হাওড়া, হলদিবাড়ি, জলপাইগুড়ি, কল্যাণী, কলকাতা, লালগোলা, মালদহ টাউন, নবদ্বীপ ধাম, নিউ কোচবিহার, ফুলিয়া, পুরুলিয়া, রামপুরহাট, সামসি, শিয়ালদহ, তমলুক, উত্তরপাড়া প্রভৃতি। প্রধানত ‘Vocal for Local’ কর্মসূচিকে সামনে রেখেই গত বছরের ২৫ মার্চ থেকে এই উদ্যোগ নিয়েছে রেলমন্ত্রক, যার মাধ্যমে সমাজের প্রান্তিক স্তরের মানুষের বাড়তি আয়ের পথও সুগম হচ্ছে বলে দাবি করছেন রেলমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তিলজলায় প্রচন্ড গরমে পুকুরে স্নান করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর