এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার ‘উৎকর্ষ বাংলা’য় দেড় মাসে চাকরি পেল ১১০০জন

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আবহেই রাক্য সরকারের আরও এক সাফল্য সামনে চলে এল। ‘উৎকর্ষ বাংলা’(Utkarsh Bangla) প্রকল্পের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণসহ কর্মসংস্থানের যে উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিয়েছেন, তাতে সুফল মিলতে শুরু করেছে। বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলি বা Vocational Training Center যাকে অনেকেই VTC নামে চেনেন সেই সব কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১১০০ তরুণ-তরুণী গত দেড় মাসে রাজ্যে এবং বাইরের বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছেন। আর এই চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে রাজ্যের কারিগরি প্রশিক্ষণ দফতর। তাঁরা জেলাভিত্তিক ‘কর্মসংস্থান শিবিরের’ আয়োজন করেছে। সেই শিবিরগুলি থেকে VTC ছাড়াও ITI প্রশিক্ষণপ্রাপ্তদেরও চাকরির ব্যবস্থা করা হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় শিবির হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া ও মুর্শিদাবাদসহ আরও কয়েকটি জেলায় শিবিরের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু, পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যাওয়ার কারণে সেগুলি স্থগিত রাখতে হয়েছে। ভোটের পরেই, বাকি জেলাগুলিতে এই শিবির অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর নির্দেশে Z Category Security পাচ্ছেন শওকত

রাজ্যে মোট ২,৬৫২টি VTC আছে। সেখানে মোট ৪২টি বিষয়ে বিনামূল্যে দীর্ঘ ও স্বল্প মেয়াদি কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক এবং অষ্টম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৬ মাস থেকে ১ বছর মেয়াদি কোর্স করানো হয় সেখান থেকে। VTC-গুলিতে রয়েছে গাড়ি শিল্পের জন্য Auto Mobile Course, নির্মাণ শিল্পের জন্য Construction Course, বস্ত্র শিল্পের জন্য Textiles Course। আছে কম্পিউটার ও কৃষিভিত্তিক শিল্পের জন্যও নানান কোর্স। শিল্প-বাণিজ্য সংস্থাগুলিতে কী ধরনের প্রশিক্ষিত কর্মীর চাহিদা রয়েছে, তার ভিত্তিতে কোর্সগুলি ঠিক করা হয়। বিভিন্ন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের জন্য উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ জোর দিতে বলেছেন বারে বারে। এই ধরনের কিছু বৈঠকে শিল্প-বাণিজ্য সংস্থাগুলির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলেই এই সব কোর্সের ব্যবস্থা করা হয়। বেসরকারি সংস্থাগুলি যাতে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে রাজ্যের প্রশিক্ষিত যুবকদের কাজ দেয়, তার জন্যও রাজ্য সরকার এখন বেশ সক্রিয়।

আরও পড়ুন বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম শুনানি মঙ্গলবার

রাজ্যের কারিগরি প্রশিক্ষণ দফতর থেকে সব VTC’র কাছে চিঠি পাঠিয়ে চাকরির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরজন্য প্রতিটি VTC-তে একজন করে Placement Co-Ordinator রাখারও নির্দেশ দেওয়া হয়। ইচ্ছুক প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান শিবিরে যোগ দেওয়ার জন্য নাম চাওয়া হয়। যারা সেই নাম পাঠিয়েছিলেন তাঁরাই কর্মসংস্থান শিবিরে যোগ দিয়েছিলেন। সেখান থেকেই ১১০০জন চাকরি পান নানা বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে। পঞ্চায়েত নির্বাচনের পরে বাদবাকি জেলাগুলিতেও এই শিবিরের আয়োজন করা হবে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে চলতি বছরের আগামী কয়েক মাসের মধ্যে ৫ হাজার বেকার কিন্তু প্রশিক্ষিত যুবক-যুবতীকের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেননা দেখা যাচ্ছে, কমর্সংস্থান শিবিরে উপস্থিত ৬০ শতাংশের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী চাকরি পাচ্ছেন। বেশ কয়েকটি নামী সংস্থাও চাকরি দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট মিটলেই ১৩ হাজার অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের পথে রাজ্য সরকার

বিজ্ঞাপনে তৃণমূলকে নিশানা, সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

ভোটের দিন হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

৩ মাসের ভোট গেরোয় নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ স্বাস্থ্যসাথীতে, বিপাকে বহু পরিবার

ভোট বড় দায়, বামেদের মুখে ঝামা ঘষে মমতার লক্ষ্মীর ভান্ডারের পাশে বৃন্দা

শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনে ৩ কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর