-273ºc,
Tuesday, 30th May, 2023 2:26 pm
নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) বাড়িতে অনুপ্রবেশ কাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য তথা দেশ জুড়ে। অনুপ্রবেশকারীর সঙ্গে পাওয়া গিয়েছিল একাধিক রাজ্য ও বাংলাদেশের যোগ। তারপরে বাড়ানো হয়েছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা (SECURITY SYSTEM)।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছিল লোহার রড, একাধিক সিমকার্ড। এর আগেও নবান্নে ঢোকার চেষ্টা করেছিল ধৃত। পাওয়া গিয়েছে দুষ্কৃতী যোগ। এরপর ধাপে ধাপে বেড়েছে মুখ্যমন্ত্রীর বাড়ি ও নবান্নের নিরাপত্তা। বসেছিল আরও ক্লোজ সার্কিট ক্যামেরা, মুখ্যমন্ত্রীর বাড়ির চারধারে থাকছে অ্যালুমিনিয়াম সিটের দেওয়াল। নবান্নে কাজের সময় নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার নিরাপত্তা জোরদার করা হল আরও।
নবান্নের (NABANNA) দক্ষিণদিকের গেটের সামনে বসছে স্মার্ট গেট। জানা গিয়েছে, উত্তর দিকের গেটের সামনেও বসবে এই ধরনের স্মার্ট গেট। যা পেরোতে গেলে লাগবে স্মার্ট কার্ড বা কয়েন। এতদিন নবান্নে ঢুকতে গেলে যথেষ্ট ছিল পরিচয়পত্র। তবে এবার থেকে প্রয়োজন হবে সেই বিশেষ স্মার্ট কার্ড বা কয়েনের।