এই মুহূর্তে




২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি




নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ সেপ্টেম্বর ফের সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) শীর্ষ আদালত সূত্রে এ খবর পাওয়া গিয়েছে। ওই দিনের শুনানিতে মূলত আরজি কর হাসপাতাল-সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে চিকি‍ৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য সরকার কী-কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা উঠতে পারে। পাশাপাশি জুনিয়র চিকি‍ৎসকদের কর্মবিরতি নিয়েও আলোচনা হতে পারে।

গতকাল মঙ্গলবারই (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে আরজি করের তরুণী চিকি‍ৎসককে ধর্ষণ করে খুনের মামলার চতুর্থ শুনানি হয়। ওই শুনানিতে সিবিআইয়ের তরফে আদালতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছিল। সেই রিপোর্ট দেখে বিচলিত হওয়ার কথা বলেছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের উপরে আস্থা রেখে তিনি জানিয়েছিলেন, তদন্ত শেষ করার জন্য সিবিআইকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। তবে এক আইনজীবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের নির্দেশ দেওয়ার প্রসঙ্গ তুলতেই খানিকটা মেজাজ হারান প্রধান বিচারপতি। ক্ষুব্ধ কণ্ঠে ওই আইনজীবীকে বলেন, ‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনও মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়ার জন্য আমরা মামলা শুনতে বসিনি।’ এর পরেও ওই আইনজীবী জোরাজুরি করলে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘এর পরে আমি এজলাস থেকে বের করে দেব।’

চতুর্থ শুনানিতে আরজি কর-সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্যও পশ্চিমবঙ্গ সরকারকে পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত। টানা বেশ কয়েক ঘন্টা ধরে শুনানি শেষে এজলাস ছেড়ে উঠে যান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। কবে পরবর্তী শুনানি হবে তা জানাননি। এদিন শীর্ষ আদালত সূত্রে জানা গিয়েছে, ২৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

সপ্তমীর সন্ধ্যায় জনজোয়ারে ভাসল মহানগর

ধর্মতলার অনশন গিয়ে চিঠি ধরালো পুলিশ, অনড় ডাক্তাররা

আংশিক কর্মবিরতির ঘোষণা আর এন টেগোর হাসপাতালের সিনিয়র ডাক্তারদের

আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস, স্বাস্থ্যসচিবের নির্দেশে তদন্ত

দর্শনার্থীদের সঙ্গে চলবে না কোনও খারাপ ব্যবহার, বাহিনীকে কড়া বার্তা মনোজ ভার্মার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর