এই মুহূর্তে




আরজি করের ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে নোটিস, ঢুকতে পারবেন না হাসপাতালেও

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: অনেক আগেই ঘটনা সামনে এসেছিল। রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে জুনিয়র চিকিৎসকদের যে কর্মবিরতি(Junior Doctors Strike) চলছে তাতে সমর্থন নেই সব জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতি চালিয়ে যাওয়া জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশই কাজে যোগ দিতে চান। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট(Supreme Court) তাঁদের কাজে ফেরার যে অনুরোধ করেছে তা তাঁরা অগ্রাহ্য করতে চান না। তাঁদের আশঙ্কা এই অনুরোধ বা নির্দেশে কান না দিলে আগামী দিনে তা আদালত অবমাননার সামিল হয়ে দাঁড়াবে যা তাঁদের কেরিয়ারে বড় ধাক্কা হয়ে নেমে আসবে। কিন্তু তারপরেও তাঁরা কাজে যোগ দিতে পারছেন না, কিছু নেতা গোছের জুনিয়র চিকিৎসকদের হুমকি-ধমকানির জেরে। এই ঘটনা অনেক আগেই রাজ্য সরকারের কানে গিয়েছিল। এই প্রেক্ষাপটে সোমবার রাতে খাস আর জি কর হাসপাতালের(R G Kar Medical College and Hospital) ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে নোটিস(Notice Against 51 Doctors) জারি করে দেওয়া হল।

আরও পড়ুন, ফাটল ধরা শুরু আন্দোলনে, সরছেন মানুষ, ক্ষোভ বাড়ছে চিকিৎসকদের বিরুদ্ধে

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার আর জি কর হাসপাতালের স্পেশাল কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকে একাংশ চিকিৎসক ও ছাত্রের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। যাঁদের আচরণ হাসপাতালের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার পক্ষে অনুকূল নয়। কারণ তাঁরা আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছেন বলে অভিযোগ। আর তাই সেই বৈঠকের পরে পরেই হাসপাতালের ৫১ জন ডাক্তারের বিরুদ্ধে নোটিস জারি করল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তাই নয় তাঁদের ১১ সেপ্টেম্বর Inquiry Committee তথা অনুসন্ধান কমিটির কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, কমিটির অনুমতি ছাড়া হাসপাতালের ক্যাম্পাসে তাঁরা ঢুকতেও পারবেন না। হাসপাতাল কর্তৃপক্ষ যে নোটিস দিয়েছে, তাতে দেখা যাচ্ছে ৫১ জনের মধ্যে ২০ জন হলেন House Staff। ২জন Senior Resident চিকিৎসক, ১জন Research Scientist এবং ১১জন Intern। নোটিসেই বলা হয়েছে, এই ৫১ জন ডাক্তার হাসপাতালের মধ্যে কোনও কার্যকলাপে আপাতত থাকতে পারবেন না। একমাত্র Inquiry Committee ডাকলে তবেই তাঁরা হাসপাতালে ঢুকতে পারবেন। নইলে ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রেও তাঁদের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকছে।

আরও পড়ুন, ‘পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন’, আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বার বার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ করেছে। সেই অনুরোধে সাড়া দিয়েছেন দেশের সব হাসপাতালের চিকিৎসকেরা। কিন্তু সেই ডাকে সাড়া দিতে নারাজ বাংলার সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। এমনকি গতকাল সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, এদিন অর্থাৎ মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে সব চিকিৎসককে কাজে যোগদান করতে হবে। নাহলে রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপ নিতে পারবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কোনও বাধা দান করবে না। তবে যারা বিকাল ৫টার মধ্যে কাজে যোগদান করবেন, তাঁদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। সেই নির্দেশের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন, চিকিৎসকেরা কাজে যোগ দিন। তিনি কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবেন না। আলোচনার জন্যও তিনি জুনিয়র চিকিৎসকদের ডাক দেন। কিন্তু সব ডাকই ফিরিয়েছেন আন্দোলনে নামা জুনিয়র চিকিৎসকেরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রেড রোডের কার্নিভালে জনস্রোত, ডান্ডিয়া নাচে অংশ নিলেন মমতা

লক্ষ্মী পুজোয় শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ বলে প্রচার শুরু পুলিশের

ধর্মতলায় ‘দ্রোহ কার্নিভালে’ অংশ নেওয়া জনতার গুন্ডামি, সুজিত বসুর গাড়িতে হামলা

হাসপাতাল ও স্কুলে ‘নিরাপত্তায়’ সিভিক ভলান্টিয়ার মোতায়েন নয়, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সাবধান আর মাত্র ২ ঘণ্টা, ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি

LIVE

LIVE : কার্নিভালের পুজোর থিমে ডান্ডিয়া নাচ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ