এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আদর্শ আচরণবিধির গেরোয় আটকে Property Tax-এ প্রবীণদের ছাড়

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের আদর্শ আচরণবিধির(Model Code of Conduct) গেরোয় আটকে গিয়েছে শহর কলকাতার(Kolkata) বুকে বসবাস করা প্রবীণ নাগরিকদের(Older Residents) Property Tax-এ ছাড় দেওয়ার বিশেষ সুবিধা। কলকাতা পুরনিগম(KMC) কর্তৃপক্ষ Property Tax-এ ছাড় দিতে চাইলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন শহরের প্রবীণরা। কলকাতা পুরনিগমের দাবি, আইন থাকলেও নতুন করে কোনও উপভোক্তাকে ছাড় দেওয়া যাচ্ছে না। নির্বাচনী আচরণবিধি উঠলেই এই সুযোগ ফের মিলবে। শুধু তাই নয়, অন্যান্য নাগরিক আবেদনের ভিত্তিতে Property Tax’র ক্ষেত্রে সুদ এবং পেনাল্টির ওপর যে ছাড় পান, এখন তাও দিতে অপারগ পুর কর্তৃপক্ষ। স্বভাবতই আবেদনের পাহাড় জমছে কর সংগ্রহ বিভাগে।

কলকাতা পুরনিগম সূত্রে খবর, ২০১৯ সালে আইন সংশোধন করে ঠিক হয়, বয়স্ক নাগরিকরা Property Tax’র মূল প্রদেয় অর্থের ওপর ১০ শতাংশ ছাড় পাবেন। সেই সঙ্গে কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরাও ২৫ শতাংশ ছাড় পাবেন এক্ষেত্রে। এই ছাড় টানাও ৩ বছর দেওয়া হবে। তারপর আবার নতুন করে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট করদাতাকে। এর বাইরেও সুদের ওপর ৫০ শতাংশ এবং পেনাল্টির ওপর ৯৯ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেক্ষেত্রে তাঁদের মেয়রের কাছে আবেদন জানাতে হবে। যা এখন নির্বাচনের জন্য লাগু হওয়া আদর্শ আচরণবিধির গেরোয় আটকে গিয়েছে। অন্যান্য নাগরিকের ক্ষেত্রে সারা বছরই আবেদনের ভিত্তিতে Property Tax’র সুদের ওপর ৫০ শতাংশ এবং পেনাল্টির ওপর ৯৯ শতাংশ ছাড় দেওয়া হতো। সিদ্ধান্ত হয়েছিল, ১ এপ্রিল থেকে সেই বিপুল ছাড় উঠে যাবে। তার বদলে যে করদাতা যত বেশি দিন সম্পত্তি করের টাকা বকেয়া ফেলে রেখেছেন, সেই করদাতা তত কম ছাড় পাবেন বলে স্থির হয়। কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ায় এই নিয়ম কার্যকর করা যায়নি।   

কলকাতা পুরনিগমের Property Tax সংগ্রহ বিভাগের কর্তাদের বক্তব্য, বয়স্ক বা সেনা জওয়ানদের ক্ষেত্রে বাড়তি ছাড় আইনসিদ্ধ। সেটা নতুন কোনও সিদ্ধান্ত নয়। বেশ কয়েক বছর ধরেই এই নিয়ম কার্যকর রয়েছে। পাশাপাশি, অন্যান্য নাগরিকের ক্ষেত্রে ছাড়ের বিষয়টিও নতুন কোনও Policy Decision নয়। সেক্ষেত্রে ভুরি ভুরি আবেদনের কিছু অংশ অনুমোদন করাই যেত। কিন্তু শীর্ষ কর্তৃপক্ষ তা মানতে নারাজ। পুরনিগমের আধিকারিকদের একাংশের দাবি, নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইন রয়েছে, পুরনো স্কিমে পুরনো উপভোক্তাদের চালু থাকা সুযোগ-সুবিধা দেওয়া যেতে পারে। কিন্তু প্রকল্প পুরনো হলেও নতুন করে তাতে কোনও উপভোক্তাকে যুক্ত করা যাবে না। ঠিক যেমন কন্যাশ্রী কিংবা স্বাস্থ্যসাথী মন্ত্রিসভার সিদ্ধান্ত। কিন্তু সেখানেও এই ক’মাস নতুন উপভোক্তাকে তালিকাভুক্ত করা হচ্ছে না। তবে এনিয়ে কোনও নাগরিকের অভিযোগ থাকলে তিনি সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তা জানাতে পারেন। সেক্ষেত্রে কমিশন পুরনিগমে এই সংক্রান্ত নির্দেশ দিলে, তা মেনে চলা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

লক্ষ্মীর ভান্ডার নিয়ে শাহি ঘোষণা ব্যুমেরাং হবে, আশঙ্কায় বঙ্গ বিজেপি

মালদায় বাজ পড়ে মৃত্যু ১১ জনের, শোকপ্রকাশ মমতার

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় বদল, জায়গা করে নিল আরও ১২ জন

প্রচারে বেরিয়ে আচমকা অসুস্থ সায়নী, বাতিল সমস্ত কর্মসূচি

বিলুপ্ত Typist পদের জায়গায় LDA পদ সৃষ্টির দাবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর