-273ºc,
Sunday, 4th June, 2023 9:27 am
নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতার বুকে ঘটল ধর্ষণের ঘটনা। হরিদেবপুরে গৃহবধূকে স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ধর্ষণ করলো এক ব্যক্তি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হরিদেবপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, হরিদেবপুর এলাকার এক গৃহবধূ (বয়স ২২ বছর আনুমানিক) এবং তার স্বামী অখিলেশ কুমার পণ্ডিত দুজনেই ভাড়ায় 41/17/5A, কৈলাস ঘোষ রোড, হরিদেবপুরের একটি বাড়িতে থাকেন৷
আজ (২৮/০৩/২০২৩) ভোরে তার স্বামী তার গাড়ি নিয়ে কাজে চলে যায় । তারপর ওই গৃহবধূকে বাড়িওয়ালার ছেলে বাবু দে (৪২বছর),বলপূর্বক ধর্ষণ করে। ওই গৃহবধূ হরিদেবপুর থানায় অভিযোগ জানায় তারপর অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়।
তদন্তের স্বার্থে ধৃত অভিযুক্তকে হেফাজতে চায় পুলিশ। ওই গৃহবধূকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য নিয়ে গিয়েছে পুলিশ।