এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘আমি ঘৃণার বিরুদ্ধে ভোট দিয়েছি’, বেঙ্গালুরুতে ভোট দিলেন প্রকাশ রাজ

নিজস্ব প্রতিনিধি: আজ ২৬ এপ্রিল। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। প্রথম দফার ভোট তামিলনাড়ু, চেন্নাই, পশ্চিমবঙ্গ-সহ মোট ২১ টি রাজ্যে হয়েছিল। ২৬ এপ্রিল ভোট রয়েছে দেশের ১৩ টি রাজ্যে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিন কেন্দ্র, দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে। এছাড়াও দেশের মধ্যে, রাজস্থান ও উত্তরপ্রদেশ, বেঙ্গালুরু, মথুরা, কর্ণাটক, বিহার, অযোধ্যা-সহ ১৩ টি রাজ্যে ভোটপর্ব চলছে সকাল থেকেই। প্রথম দফার ভোটের মূল আকর্ষণ ছিলেন দক্ষিণী তারকারা। তামিলনাড়ু, চেন্নাইয়ের একাধিক জায়গায় ভোট দিয়েছেন তাঁরা। যেহেতু গণতান্ত্রিক অধিকার, সেহেতু তারকারাও কোনও কাজের অজুহাতে ভোট দেওয়া থেকে বিরত থাকেন নি।

তামিল সুপারস্টার থালাপথি বিজয় তো কোনও রকম শুটিং শেষ করে রাশিয়া থেকে উড়ে এসেছিলেন ভোট দিতে। এছাড়াও রজনীকান্ত, কমল হাসান, ধনুশ, অজিথ, সুরিয়া সকলেই নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন সকাল সকাল। লোকসভার দ্বিতীয় দফার ভোটে বেঙ্গালুরুতে ভোট দিলেন দক্ষিণের দাপুটে অভিনেতা তথা রাজনীতিবিদ প্রকাশ রাজ। প্রকাশ এদিন একেবারে নির্বিঘ্নে ভোট দিয়েছেন তাঁর এলাকায়। ভোট দেওয়ার পরে তিনি তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন।যেখানে তিনি ভক্ত এবং অনুগামীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, “আমি পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছি। আমি ঘৃণার বিরুদ্ধে ভোট দিয়েছি। আমি একজন প্রতিনিধিকে ভোট দিয়েছি, যাকে আমি বিশ্বাস করি সংসদে আমার কণ্ঠস্বর হবেন। অনুগ্রহ করে যান এবং ভোট দিন এবং পরিবর্তন করুন। সবাইকে ভালোবাসুন।” ভিডিওটির পাশাপাশি তিনি ক্যাপশনে লিখেছেন, “আমি ভোট দিয়েছি। অনুগ্রহ করে যান এবং ভোট দিন #justasking#SaveDemocracySaveIndia।”

 

প্রকাশ রাজ অভিনেতার পাশাপাশি একজন কট্টর কংগ্রেস প্রার্থী। নানা সময়ে দেশের সরকারের বিরুদ্ধে কথা বলতে সোশ্যাল মিডিয়ায় অবতীর্ণ হন। এবং প্রতিবাদের সুর চড়ান। লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন এমন গুজব উঠলেও বিরোধীদের মুখে তালা পরিয়ে দেন প্রকাশ রাজ। তাঁর কথায়, বিজেপি তাঁকে কিনবে এমন ধনী কোনও দিনও হতে পারবে না। এমনকি সোনম ওয়াংচুকের সরকারের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপেও তাঁর সঙ্গে ছিলেন প্রকাশ রাজ। এদিন ভোট দেওয়ার পরে একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমার ভোট আমার অধিকারের পক্ষে, কে আমার প্রতিনিধিত্ব করবে, কে সংসদে আমার কণ্ঠস্বর হবে তা বেছে নেওয়ার ক্ষমতা আমার অধিকার। আপনি যাকে বিশ্বাস করেন সেই প্রার্থীকে, এবং আমি যে প্রার্থীকে বিশ্বাস করি তাকে ভোট দিয়েছি। তারা যে ইশতেহার এনেছে এবং পরিবর্তনের জন্য, বিগত এক দশকে আমরা যে ঘৃণা ও বিভেদমূলক রাজনীতি দেখেছি তার জন্য।” ৫৯ বছর বয়সী প্রকাশ রাজ প্রধানত তেলেগু, তামিল, হিন্দি এবং কন্নড় ছবিতে কাজ করে থাকেন। তিনি ‘ঘিলি’ , ‘পোকিরি’ এবং ‘সিংহম’- এ তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘টাকা দিচ্ছে না দল’ অভিযোগ তুলে অকালি দল ছাড়লেন চণ্ডীগড়ের প্রার্থী

নগ্ন করে যুবককে বেধড়ক মারধর, যোগী রাজ্যের ঘটনা

‘ভূতের ভবিষ্যৎ’-খ্যাত ‘আত্মারাম’-কে বাঁচাতে এবার অভিনব উদ্যোগ টলিউডের

কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ দিল্লির উপরাজ্যপালের

২ মাসের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা

পুষছেন গরু, শয়নকক্ষে ৫০ বছরের খাট, বাড়িকেই ‘ফার্মহাউস’ বানালেন বিবেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর