এই মুহূর্তে




মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরকে টার্গেট আরএসএসের, বিজেপির সাথে বৈঠকের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী বছর বিধানসভা নির্বাচনের লড়াইয়ের জন্য ভোটের প্রস্তুতি বিজেপি কি আদৌ নিয়েছে? সে বিষয়ে জানতে এবং পরিকল্পনা করতে আরএসএস(RSS) বঙ্গ বিজেপি ব্রিগেডের নেতৃত্বের সাথে বৈঠকে বসবেন। আগামী সপ্তাহের মঙ্গলবার ভবানীপুরে এক প্রাক্তন মন্ডল সভাপতি বাড়িতে বৈঠকে বসবে বিজেপি ও আরএসএস নেতৃত্ব। বিধানসভা ভোটের আর বেশি দিন বাকি নেই। শাসক তৃণমূল যেমন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্য প্রশাসনের দলীয় নেতা কর্মীদের ভোটের ময়দানে নামিয়েছে তেমনি প্রধান বিরোধী দল বিজেপিও তোড়জোড় শুধু করে দিয়েছে লড়াইয়ের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজেপি নেতৃত্ব কিভাবে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তা জানতেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিমবঙ্গের নেতারা বৈঠকে বসবেন।

এই বৈঠকটিকে ‘চিন্তন’ বৈঠক নাম দিয়েছে আর এস এস। যে নেতার বাড়িতেই বৈঠক হবে সেই বাড়িতে ভবানীপুর ২ মন্ডলের দফতর। ওই দফতরটি ৭৩ নম্বর ওয়ার্ডেই। ওই ওয়ার্ডেই মুখ্যমন্ত্রীর বাড়ি। ওই ওয়ার্ডের কাউন্সিলর মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়(Kajari Bandopadhay)। ভবানীপুর বিজেপি নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে ভবানীপুর বিধানসভার তিনটি মন্ডল এর দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওই বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভবানীপুরে বিজেপি নেতারা বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ওই বৈঠকে ভবানীপুরের ৩টি মন্ডল কিভাবে প্রস্তুতি নিচ্ছে তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। তবে আরেকটি বিষয়ে বইটাকে আলোচনা হতে পারে সেটি হল ভবানীপুর বিধানসভা(Bhownipur Assembly) কেন্দ্রে কোন জাতির কত ভোট ভোটার আছে তার পরিসংখ্যান নিয়ে ও। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বাঙালি ভোটার যেমন আছে তেমনি রয়েছেন গুজরাটি পাঞ্জাবি, সিন্ধি , মাড়োয়ারি এবং ওড়িয়া ভোটার। ২৪ শতাংশ মুসলিম ভোটারও আছে। তাই আরএসএস ভবানীপুরের সামাজিক সমীকরণ বিজেপির পক্ষে কিভাবে আনা যায় তা নিয়ে ওই বৈঠকে আলোচনা করতে পারে।

অপরদিকে ভবানীপুর বিধানসভা নিয়ে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মধ্যে ওই বিধানসভা কেন্দ্রের সামাজিক সমীকরণ নিয়ে সমীক্ষা করানো হয়েছে। এবার ভবানীপুর নিয়ে আগ্রহ দেখাতে শুরু করল আরএসএস। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আটটি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড মুখ্যমন্ত্রী কে জিততে বেশি সাহায্য করে। সেই ওয়ার্ডটি হলো ৭৭ নম্বর ওয়ার্ড। ২০১১ সালে উপনির্বাচনে ওই ওয়ার্ড জেতা শুরু হয় মুখ্যমন্ত্রীর(CM)। ৭৭ নম্বর ওয়ার্ড বাদ দিলে বাকি ছাত্রী ওয়ার্ডে বিজেপির ভোট অংক বেশ ভালো। সেই ভোট আরো বাড়ানোর লক্ষ্যে এবার আসরে নামছে আরএসএস।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নয়ডায় ভুয়ো থানার পর্দাফাঁস পুলিশের, কুকীর্তির নেপথ্যে ৬ বাঙালি

জাতীয় সড়কে সাইকেল মিছিল, ২ চিকিৎসককে ঠাকুরপুকুর থানায় হাজিরার নোটিশ

বালিগঞ্জে আবাসনের ৪ তলার জানলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল হাইকোর্টের আইনজীবীর

কৈখালিতে যাত্রীবাহী চলন্ত সরকারি বাসে আগুন, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কম, বাড়বে অস্বস্তি, উত্তরে জারি দুর্যোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ