-273ºc,
Friday, 2nd June, 2023 9:33 pm
নিজস্ব প্রতিনিধি: গান্ধি জন্মজয়ন্তীতে ভাইরাল হয়েছিল রুবি পার্কে আয়োজিত হিন্দু মহাসভার দুর্গাপুজোর ছবি। সেখানে দেখা গিয়েছিল মহিষাসুরের বদলে দেবী দুর্গার পায়ের কাছে গান্ধিজি! (MAHATMA GANDHI) বয়েছিল বিতর্কের ঝড়। পরে অবশ্য ‘শাক দিয়ে মাছ ঢাকা’ হয়েছিল। অসুরের রূপ দিতে গান্ধিজি’র চশমা খুলে নেওয়া হয়েছিল। লাগানো হয়েছিল মোটা গোঁফ এবং চুল। সেই পুজো আয়োজক সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস, সিপিএম। কড়া আক্রমণ করেছে তৃণমূল। আদালতে মামলা দায়ের করছে কংগ্রেস শিবির। আর বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ঢোঁক গিলে বলেছিলেন, ‘এমন হয়ে থাকলে ঠিক হয়নি। শাস্তির দাবি জানাচ্ছি’।
ফের বেফাঁস মন্তব্য করলেন এই পুজোর উদ্যোক্তা চন্দ্রচূড় গোস্বামী। তিনি আগে বলেছিলেন, এই মিল কাকতালীয়। তারপর এদিন তিনি বলেন, পুলিশ এসে জোর করে অসুরের চশমা খুলে নিয়েছে। পরিয়েছে গোঁফ, চুল। না হলে পুজো বন্ধ করে দেওয়া হবে বলেছিল। তিনি আরও বলেন, কেন্দ্র চাপ সৃষ্টি করেছিল। বলা হয়েছিল, এটা ঠিক নয়। উল্লেখ্য, তিনি এর আগে বলেছিলেন, গান্ধিজিকে তাঁরা জাতির জনক মানেন না। নেতাজি’র আদর্শ মানেন। তাঁকে কটাক্ষ করে ইতিহাসবিদদের প্রশ্ন, নেতাজি কতটা হিন্দু মহাসভার বিরোধী ছিলেন এবং নেতাজি অনুগামীরা হিন্দু মহাসভার সভায় কী করতেন, তা চন্দ্রচূড় জানেন?
শোনা যাচ্ছে, চন্দ্রচূড় গোস্বামী এই নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। উল্লেখ্য, আজ সাংবাদিক বৈঠক করবেন তিনি। তাঁর দাবি, ‘পুজোর দিনে পুলিশ এসে অসুরের মূর্তিতে চুল ও গোঁফ লাগিয়েছে’। এর প্রতিবাদে তাঁরা মণ্ডপেই বিক্ষোভ দেখিয়ে অবস্থান করেছিলেন, বলেও জানান। পুজো মিটতে ফের বাপুজি’র অসম্মানে ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে নেটিজেন। দাবি উঠছে, আগামী বছর পুজোয় এই সংস্থাকে নিষিদ্ধ করার এবং সরকারি অনুদান না দেওয়ার। কটাক্ষ করে বলা হচ্ছে, ‘ওরা গডসের আরাধনা করে’।