এই মুহূর্তে




তথ্যপ্রমাণ লোপাটে ভুয়ো Duty Roster বানানোর অভিযোগ সন্দীপের বিরুদ্ধে

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের(R G Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ(Former Principal) সন্দীপ ঘোষ(Sandip Ghosh) তথ্যপ্রমাণ লোপাট করতে নাকি বিভিন্ন বিভাগের Fake Duty Roster বানিয়েছিলেন। ডিউটিতে থাকা ঘনিষ্ঠ লোকদের নাম তিনি সেই তালিকা থেকে বাদ দিয়ে দেন। তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে বলে দাবি সিবিআইয়ের(CBI)। তদানীন্তন অধ্যক্ষ কেন এই কাজ করেছিলেন, তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আর জি করে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে নেমে সিবিআই প্রথমে ৮ ও ৯ আগস্ট চিকিৎসক, নার্স সহ হাসপাতালের কর্মীদের Duty Roster সংগ্রহ করেন। ওই দু’দিন ডিউটিতে থাকা কর্মীরা ঘটনার বিষয়ে কিছু জানতেন কি না, সেটা বের করতেই এগুলি নিয়েছিলেন তদন্তকারীরা।

আরও পড়ুন, ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ১৩ নভেম্বর ছুটি ঘোষণা রাজ্যের

সেই Duty Roster থেকে দেখা যায়, তাতে বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা, প্রিন্সিপাল ও অধ্যক্ষের সই রয়েছে। এই চার্ট কবে তৈরি করা হয়েছে তারও উল্লেখ হয়েছে। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের চেম্বারে ঢুকে তল্লাশি চালানোর সময় ওই দু’দিনের আর একটি রোস্টার উদ্ধার করেন। দু’টি রোস্টার মেলানোর সময় গরমিল নজরে আসে তদন্তকারীদের। এখান থেকেই তদন্ত অন্যদিকে মোড় নেয়। দেখা যায়, প্রথমে বাজেয়াপ্ত করা রোস্টারে বিভিন্ন বিভাগে যে সমস্ত হাসপাতাল কর্মীদের নাম রয়েছে, তাঁদের কয়েকজনের নাম নেই সন্দীপ ঘোষের ঘর থেকে উদ্ধার হওয়া লিস্টে। তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই তদন্তকারীরা জানতে পারেন, সংশ্লিষ্টরা ডিউটিতে ছিলেন ৮ ও ৯ আগস্ট। এখান থেকে তদন্তকারীরা বুঝতে পারেন, নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই এই কাজটি করেছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। আবার রোস্টারে এমনকিছু নাম ছিল, যাঁরা ডিউটিতেই ছিলেন না বলে জেনেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন, কেরলের নীলেশ্বরমে বাজির গুদামে আগুন লেগে বিস্ফোরণ, আহত শতাধিক

এই বিষয়ে সন্দীপকে প্রশ্ন করা হলেও তিনি উত্তর এড়িয়ে গিয়েছেন। হাসপাতালের বিভিন্ন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই জেনেছে, ওই লিস্ট সন্দীপ তৈরি করে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের দিয়ে জোর করে সই করিয়েছিলেন। তদন্তকারীরা মনে করছেন, নিজের পছন্দের লোক যাতে জিজ্ঞাসাবাদের মুখে না পড়েন এবং আসল ঘটনা না বেরিয়ে আসে সেজন্যই সন্দীপ এই কাজ করেছিলেন। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জোগাড় চলছে। সিবিআই আধিকারিকদের ধারনা, সন্দীপ হয়তো বুঝতের পেরেছিলেন ওই তরুণীর মৃত্যুর ঘটনার জল অনেক দূর যাবে। সেই কারণেই তড়িঘড়ি করতে ভুয়ো ডিউটি রোস্টার বানিয়ে ঘটনা অন্যদিকে ঘোরাতে সচেষ্ট হয়েছিলেন। যদিও শেষমেষ সফল হননি।      




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় মমতার উদ্যোগে জগন্নাথ মন্দির তৈরিকে স্বাগত অখিল ভারত হিন্দু মহাসভার

‘এক দেশ, এক ভোট মানব না’ ফের হুঙ্কার মমতার

পাইকারি বাজারে আলুর দাম কমলেও মানিকতলা বাজারে বেশি দামে বিকোচ্ছে কাঁচামাল

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, নতুন তারিখ কবে?

লাগামছাড়া গতিতে ‘রেড অ্যালার্ট’, রেষারেষি রুখতে ‘চাবিকাঠি’ থাকছে পরিবহণ দফতরের হাতে

সকালে পারদ নামল ১৩.৮ ডিগ্রিতে, আজ মরসুমের শীতলতম দিন

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর