এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাজ্য খাদ্য দফতরের SI নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের, তদন্তভার CID-কে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গতকাল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) প্রায় ২৬ হাজার মানুষের চাকরি কেড়ে নিয়েছে। আর এদিন সেই কলকাতা হাইকোর্টই দিয়ে দিল রাজ্য খাদ্য দফতরের(West Bengal State Food & Supplies Department) Food SI বা Food Sub Inspector পদে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ(Stay Order)। শুধু তাই নয়, আদালতের তরফে এই পদের নিয়োগ পরীক্ষার সময়ে প্রশ্নফাঁসের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার জেরে দায়ের হওয়া মামলার ক্ষেত্রেও এদিন জানানো হয়েছে ঘটনার তদন্ত(Investigation Order) করবে রাজ্যের গোয়েন্দা সংস্থা CID। এদিন অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন এবং সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন আগামী ১ মাসের মধ্যে এই ঘটনার তদন্ত করে তার রিপোর্ট আদালতে জমা দিতে হবে। সেই হিসাবে তিনি ২২ মে’র মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

যদিও প্রশ্ন উঠছে হাইকোর্টেরই আইনজীবী মহলে যে, এই একই তদন্তভার যদি আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-কে দিতেন, তাহলে কী এভাবে ১ মাসের সময়সীমা বেঁধে দিতেন? এর আগে রাজ্যের নানা ঘটনার জন্য যে সব ক্ষেত্রে আদালত CBI তদন্তের নির্দেশ দিয়েছে, সেখানে এই কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের জন্য মাসের পর মাস সময় দেওয়া হয়েছে। তাহলে CID’র ক্ষেত্রে এই স্বিচারিতা কেন? সেটা কী ইচ্ছাকৃত? পরিকল্পনামাফিক? যাতে কেউ বলতে না পারে CID-কে তদন্ত করার সুযোগই দেওয়া হয়নি। আর তারপর ১ মাস বাদে যখন তদন্ত অসম্পূর্ণ থাকবে তখন CID-কে অযোগ্য, অপদার্থ, অকর্মণ্য হিসাবে তুলে ধরে মামলার তদন্তভার দিয়ে দেওয়া হবে CBI’র হাতে! আদালত এদিন জানিয়ে দিয়েছে, রাজ্যের খাদ্য দফতর Food SI পদে আপাতত পরীক্ষার ফল প্রকাশ করা যাবে না এবং কাউকে নিয়োগ করা যাবে না।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে রাজ্য খাদ্য দফতরের Food SI পদে নিয়োগের পরীক্ষা ছিল। ১৬ এবং ১৭ মার্চ ওই পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়। কিন্তু অভিযোগ ওঠে ওই পরীক্ষার ১ দিন আগে ১৫ মার্চ পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। পরে বিষয়টি নিয়ে মামলা করেন এক চাকুরীপ্রার্থী শামিম আহমেদ। মামলার শুনাইতে তাঁর আইনজীবী দাবি করেছেন যে, প্রশ্ন ১ দিন আগেই ফাঁস হয়ে যাওয়ায় অনেক পরীক্ষার্থীই প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন। কলকাতা ও শিলিগুড়ির পাশাপাশি রাজ্যের নানা জায়গায় সেই পরীক্ষা নেওয়া হয় এবং ওই ২দিনে মোট ৪৮০টি পদের জন্য প্রায় ১২ লাখ চাকরিপ্রার্থী পরীক্ষা দেন। পরে প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তে নেমে পুলিশ এই ঘটনায় ৫জনকে গ্রেফতার করে। এদিন আদালত জানিয়েছে, প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত FIR হয়েছে, সবগুলিকে একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তিলজলায় প্রচন্ড গরমে পুকুরে স্নান করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর