28ºc, Haze
Monday, 27th March, 2023 10:38 am
নিজস্ব প্রতিনিধি:কলকাতা পুলিশের টাস্ক ফোর্স এর অফিসাররা শহরের উপকণ্ঠ ডাফরিন রোড ও মেয়ো রোডের(Mayo road) সংযোগস্থল থেকে ভিন রাজ্যের ২ জাল নোট পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হল। ধৃতদের কাছ থেকে ভারতীয় মুদ্রার ৫০০ টাকার জাল নোট ২০০০টি উদ্ধার হয়। যার আর্থিক মূল্য এক লক্ষ টাকা। ধৃতদের নাম আব্দুল রেজ্জাক খান ও সাহার আলী। ধৃত দুজনেরই বাড়ি অসমে(Assam)।
ভিন রাজ্য থেকে কোন চক্রের হাত ধরে তারা এই শহরের উপকণ্ঠে কোথায় জাল নোট ছড়াতে এসেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে স্পেশাল টাক্স ফোর্স। ধৃতদের মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (CMM)এজলাসে হাজির করে তদন্তের স্বার্থে হেফাজতে নেয় টাক্স ফোর্সের অফিসাররা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৪৯৮ বি, ৪৮৯ সি সহ জাল মুদ্রা পাচারের অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করেছে স্পেশাল টাক্স ফোর্স(STF)।এর আগেও শহরের বুক থেকে একাধিকবার জাল নোট পাচারকারীরা গ্রেপ্তার হয় ।
কখনো মালদা থেকে কখনো বা শহরের অন্য কোন উপকণ্ঠ থেকে জাল নোট পাচার করার জন্য এই পাচারকারীরা কলকাতা শহরের বিভিন্ন এলাকায় ডেরা বাঁধে। জাল নোট পাচার চক্রের বিভিন্ন চাই কে ধরতে গোটা শহর জুড়ে কলকাতা(Kolkata) পুলিশের এসটিএফ- এর নজরদারি লাগাতার চলছে। তাতেই সাফল্য আসছে একের পর এক। ধৃত দুই অসমের বাসিন্দাকে জেরা করে এই চক্রের চাই আর কলকাতা শহরের কোথায় কোথায় রয়েছে তা জানার চেষ্টা করছে এস টি এফ।