এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘লোকসভার হামলার সঙ্গে বাংলার সঙ্গে কোনও যোগ নেই’, দাবি মমতার

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রবি দুপুরে কলকাতা(Kolkata) থেকে দিল্লির(New Delhi) পথে রওয়ানা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয়ে কেন্দ্রকে নিশানা বানান। তার মধ্যে অন্যতম ছিল লোকসভায় সাম্প্রতিক কালে হামলার(Attack in Lokshabha) ঘটনায় বাংলার(Bengal) যোগ উঠে আসার বিষয়টিও। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন, ‘লোকসভার হামলার সঙ্গে বাংলার সঙ্গে কোনও যোগ নেই। নিরপেক্ষ তদন্ত হোক। সবাই সব জানতে পারবে। নিরাপত্তায় বড় গলদ ছিল নতুন সংসদ ভবনে। বাংলাকে বদনাম করাই একমাত্র লক্ষ্য বিজেপির।’   

কার্যত লোকসভায় তাণ্ডবের ঘটনার আবহেই দিল্লিযাত্রা করছেন মমতা। ‘সংসদের নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে’, ‘বিষয়টি অত্যন্ত গুরুতর’ বলেও মন্তব্য করলেন তিনি। ‘নতুন সংসদভবনের নিরাপত্তায় এতবড় খামতি কাম্য ছিল না’ বলেও মন্তব্য তাঁর। মমতা বলেন, ‘নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি মেনে নিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হোক। জাতীয় নিরাপত্তা নিয়ে আপসের প্রশ্ন নেই। নতুন সংসদভবনের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ মহীশূরের বিজেপি সাংসদ তাণ্ডবকারীদের পাস ইস্যু করেছিলেন। সেকথা মেনেও নিয়েছেন তিনি। বিরোধীদের তরফে তাঁকে বহিষ্কারের দাবিও তোলা হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের প্রসঙ্গও উঠে এসেছে। সংসদে প্রশ্নোত্তর জমা দেওয়ার পোর্টালের লগইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করায় মহুয়াকে যদি বহিষ্কার করা হয়, তাহলে ওই বিজেপি সাংসদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে না কেন, উঠছে প্রশ্ন।   

সেই নিয়ে মতামত জানতে চাইলে মমতা বলেন, ‘আমাদের সাংসদরা ইতিমধ্যেই বিষয়টি তুলে ধরেছেন সংসদে। যে কারণে ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ডও করা হয়েছে। কংগ্রেস এবং ডিএমকে সাংসদদেরও সাসপেন্ড করা হয়েছে।’ লোকসভায় তাণ্ডবের ঘটনার মূলচক্রী ললিত ঝা কলকাতায় ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। তাঁর এই কলকাতা যোগ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। বাংলা থেকে উৎসাহ নিয়ে গোটা দেশে উগ্রপন্থা ছড়িয়ে পড়ছে বলে দাবি করছেন রাজ্য বিজেপি-র নেতারা। কিন্তু মমতার বক্তব্য, ‘ওরা বলছে তো কী? বাংলার কোনও লেনদেন নেই এর সঙ্গে। যারা তদন্ত করছেন, তাঁরা নিরপেক্ষ তদন্ত করুন। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। তাই কোনও উল্টোপাল্টা মন্তব্য করি না আমরা। আবোলতাবোল বকি না আমরা। যেটা বলব, দায়িত্ব নিয়ে বলব। আগে দায়িত্বশীল হই আমরা। বাংলাকে নিয়ে অপপ্রচার, বাংলাকে নিয়ে কুৎসা করা এদের সারা ক্ষণের কাজ। বাংলা কোনও অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সুপ্রিম কোর্টে ন্যায় মেলায় খুশি’, এসএসি মামলা নিয়ে প্রতিক্রিয়া মমতার

তৃতীয় দফার ভোট শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

বঙ্গে দুর্যোগ চলবে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, জলোচ্ছ্বাস বাড়বে

‘সত্যের জয় হয়েছে’, সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে টুইট অভিষেকের

গরম বা পুজোর ছুটিতেও নিতে হবে অনলাইন ক্লাস, নয়া নির্দেশ শিক্ষা সংসদের

শতাধিক অবসরপ্রাপ্তকে গ্র্যাচুইটির টাকা দিতে চলেছে কলকাতা পুরনিগম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর