এই মুহূর্তে




নির্বাচনী প্রচারে বঙ্গ বিজেপির ভিড়ের রহস্য ফাঁস, একই মুখ একাধিক সভায়

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: এবারে লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) সময়ে বাংলার মাটিতে গুচ্ছের সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেই সব সভায় বেশ ভালই ভিড় চোখে পড়ছিল। সেই সব ভিড় দেখিয়ে বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতাদের দাবি ছিল, বাংলার মাটিতে নাকি BJP Wave চলছে। যদিও ওই সব সভায় ভিড় জমাতে যে ভিন জেলার পাশপাশি ভিন রাজ্যের মানুষদের টানা হচ্ছিল সেই ঘটনা যেমন সামনে এসেছিল, তেমনি টাকা ছড়িয়ে যে ভিড় জড়ো করা হয়েছিল, সেই ঘটনাও সামনে এসেছিল। কিন্তু ভোটের ফলাফল সামনে আসতেই দেখা গেল বিজেপি ৫ বছর আগের ফলের থেকেও বেশি আসন পাওয়া তো দূরের কথা, আরও আসন কমে গিয়েছে। ১৮ কমে হয়েছে ১২। আর এখন সেই বিজেপির ভিড়ের রহস্য ফাঁস(Secret of Crowd in meeting is now Exposed)হয়েছে দলেরই নেতাকর্মীদের কথায়। জানা যাচ্ছে, একই লোকদের একাধিক সভায় নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয়েছিল সভায়। কিন্তু সেই তুলনায় বাড়েনি ভোট।

এবারের লোকসভা নির্বাচনের প্রচারকালে বাংলার মাটিতে দেখা গিয়েছে, মোদির সভার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদের বিভিন্ন কর্মসূচিতে ও সভায় ভিড় উপচে পড়ছে। এমনকি কিছু কিছু জায়গায় পদপিষ্টের মতো অবস্থা হতেও দেখা গিয়েছে। কিন্তু ভোটের ফল বার হতে দেখা যাচ্ছে, উলোট পুরাণ। বিজেপি আসন বাড়া তো দূর, আসন কমে গিয়েছে। আর তার জেরেই এখন ফাঁস হয়েছে, বিজেপির সভায় হাজির থাকা মুখগুলি ছিল এক। একই জেলার দুই জায়গায় দুই সভায় একই কর্মী, সমর্থকরা গিয়েছেন। এমনকি ভিন জেলাতেও তাঁদের দেখা মিলেছে।

আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতেও আশপাশের জেলা থেকে আসা একই মুখের ভিড় হয়েছে। দলের এক নেতার বক্তব্য, ‘আমরা নিজেরাই নিজেদের ঠকিয়েছি। ভিড় দেখে মনে হয়েছে জেলায় ভাল ফল হবে। কিন্তু হয়নি।’ রাজ্য নেতাদের দুষে ওই জেলার নেতা আরও বলেন, ‘তাঁরাই আমাদের ওই ভাবে লোক জড়ো করতে বলেছেন। সারা বছর কর্মীর সংখ্যা বাড়ানোর কাজ ঠিকমতো না করে ভোটের সময়ে ভিড় বাড়ানোর ফাঁকিবাজি দলের ক্ষতি করেছে।’ কলকাতা উত্তরে মোদির রোড-শো ‘সফল’ দেখাতে আশপাশের জেলা থেকে কর্মীদের নিয়ে গিয়ে ভিড় করা গেলেও ইভিএমে সেই ভিড়ের ছায়াটুকুও পড়েনি।   




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 আরজি কর কাণ্ডের তদন্ত কত দিনে শেষ হবে? সদুত্তর দিতে পারল না সিবিআই

আরজি করে ‘গণধর্ষণ’ হয়নি, হাইকোর্টে ফের জানাল CBI

ভুয়ো কাস্ট সার্টিফিকেট কাণ্ডে নয়া মোড়, শাস্তিমূলক পদক্ষেপ নিল নবান্ন

তৃণমূলের শিক্ষক নেতার বরখাস্তের আদেশ প্রত্যাহার ডিভিশন বেঞ্চের

উপাচার্যের পদ থেকে অপসারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরানো হল ভাস্কর গুপ্তকে

খাদিম-কর্তা অপহরণ মামলায় বেকসুর খালাস আখতার হোসেন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর