এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মাধ্যমিকের জন্য রেলকে বাড়তি ট্রেন চালানোর অনুরোধ রাজ্যের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Exam 2024)। আবার এই মাসেরই ১৬ তারিখ থেকে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা(Higher Secondary Exam 2024)। এবারে এই দুটি পরীক্ষার শুরুর সময়ই এগিয়ে আনা হয়েছে। দুটি পরীক্ষায় শুরু হবে বেলা ১১টা ৪৫ মিনিটের জায়গায় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। আর সেই কারণেই আশঙ্কা ছড়িয়েছে, অনেক পরীক্ষার্থী হয়তো এই শীতের সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছাতেই পারবে না। সেই সমস্যা যাতে না হয় তার জন্য রাজ্য সরকার(West Bengal State Government) ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার দিন ভোর ৫টা থেকে বাস চালাবে রাজ্য পরিবহণ দফতর। এর পাশাপাশি রাজ্যের তরফে রেলকে চিঠি দিয়ে জানানো হচ্ছে, এই পরীক্ষার দিনগুলিতে যেন পূর্ব, দক্ষিণ পূর্ব রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেল যেন বাড়তি ট্রেন চালায়।

যেহেতু এবার সকাল সকালই শুরু হয়ে যাবে পরীক্ষা তাই পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরোতে হবে। সেই কথা মাথায় রেখেই অতিরিক্ত বাস নামানো হচ্ছে রাজ্যজুড়ে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষার দিনগুলিতে ভোর পাঁচটা থেকে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। একইসঙ্গে রেলের কাছেও চিঠি পাঠিয়েছে পরিবহণ দফতর, যাতে ওই দিনগুলির জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার দিনগুলিতে ভোর ৫টা থেকে রাজ্যের সর্বত্র সরকারি বাস চালানোর পাশাপাশি মিলবে ফেরি পরিষেবাও। এই নিয়ে এদিন অর্থাৎ শনিবার পরিবহণ দফতরের ময়দান তাঁবুকে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী(Transport Minister of Bengal) স্নেহাশিস চক্রবর্তী(Snehasish Chakrabarty)। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক পরীক্ষার্থী যাতে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, তার জন্য পুলিশ ও পরিবহণ দফতরের অফিসারদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। শুধু অতিরিক্ত সরকারি বাস নয়, অন্যান্য বেসরকারি পরিবহণকেও সকাল থেকে রাস্তায় থাকার জন্যও বলা হয়েছে। পাশাপাশি কুয়াশা কেমন থাকবে, তা যেহেতু এখন থেকে স্পষ্ট করে বলা সম্ভব নয়, তাই সেদিকটিও মাথায় রাখতে বলা হয়েছে। জল পরিবহণের জন্য ফেরিগুলি যাতে কোনও যান্ত্রিক ত্রুটির কবলে না পড়ে, সেটাও আগেভাগে দেখে নেওয়ার জন্য বলা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ‘SET’ গঠন লালবাজারের

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তিলজলায় প্রচন্ড গরমে পুকুরে স্নান করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর