এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার প্রকল্পের হাত ধরেই গ্রামে গ্রামে তৃণমূল ঝড়

নিজস্ব প্রতিনিধি: ভোটটা কী আগেই হয়েছিল? সম্ভবত। মানুষ বোধহয় আগেই ঠিক করে নিয়েছিলেন তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার(Lakhir Bhandar) চাই, স্বাস্থ্যসাথী(Sasthasathi) চাই, খাদ্যসাথী চাই, সবুজসাথী চাই। তাঁরা ঠিক করে নিয়েছিলেন কন্যাশ্রী(Kanyasree) চাই, রূপশ্রী চাই, মেধাশ্রী চাই। তাঁদের দরকারের তালিকায় ছিল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, পুরোহিত ভাতা, ইমাম ভাতা। দরকার ছিল কৃষকবন্ধুর, দরকার ছিল মৎস্যবন্ধুর। দরকার ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড(Student Credit Card), দরকার আছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের। তাই বোধহয় বিরোধীদের হাজারো অপপ্রচার, মিথ্যা অভিযোগ, কুৎসা কোনও কিছুইই তাঁদের টলাতে পারেনি। তাঁরা ভোটের দিন বুথে গিয়েছেন, যাকে ভোট দেওয়ার ভোট দিয়ে চলে এসেছেন। আর কে না জানে আজও তৃণমূলের প্রত্যেকটা ভোট পড়ে শুধু একজনেরই নামে, তিনি বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনিই তো দিয়েছেন, দিচ্ছেন, দেবেন বাংলার(Bengal) মানুষকে। গ্রাম বাংলাও তাই তাঁর দলকে, তাঁর দলের প্রার্থীদের, দুই হাত উপুড় করে ভোট দিয়েছেন। আর তার জেরেই আজ জেলায় জেলায়, ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে তৃণমূল(TMC) ঝড়।

আরও পড়ুন কোথায় বিজেপি, জোড়াফুলের ধাক্কায় কুপোকাত পদ্ম

গত ৮ জুন ঘোষিত হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। ৮ জুলাই ছিল ভোটগ্রহণের দিন। মাঝের প্রায় ১ মাস জুড়ে চলেছিল প্রচারের পালা। সেখানে তৃণমূলের সম্পর্কে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, দুইজনের পরিবারের সম্পর্কে, রাজ্য সরকারের সম্পর্কে যা কিছু তাই বলে গিয়েছে বিরোধীরা। মিথ্যা, কুৎসার সীমাহীন অপপ্রচার চলেছে। কিন্তু তার রেজাল্ট কী হল? ভোটের দিনেই রাজ্যের সর্বত্র চোখে পড়েছে বুথে বুথে মহিলাদের ভিড়। পরিসংখ্যানও বলছে এবারের পঞ্চায়েত নির্বাচনে পুরুষদের অপেক্ষা মহিলাদের ভোট দেওয়ার হার ছিল বেশি। কেন? ওয়াকিবহাল থেকে রাজনৈতিক বিশ্লেষকদের একসুরে একটাই অভিমত, মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা আর্থসামাজিক প্রকল্পের জন্য। মমতা মানুষের হাতে টাকা পৌঁছে দিয়েছেন। দিচ্ছেন। প্রতি মাসে মাসে। তিনি ঘুষ দিয়ে ভোট কিনছেন না। তিনি মানুষকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছেন। তাঁদের সম্মান দিচ্ছেন। তাই মানুষও আজ দুই হাত ভরে তাঁকে ভোট দিয়ে উপহার দিচ্ছেন।

আরও পড়ুন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে জোড়াফুলের ঝড়

ওয়াকিবহাল মহলের দাবি, মমতার জমানায় সব থেকে বেশি লাভবান হয়েছেন মহিলারা। স্বাস্থ্যসাথী বাড়ির প্রবীণ মহিলাদের দিয়েছে সম্মান। লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে নিয়ম করে রোজগার। কন্যশ্রী বাংলার মেয়েদের শিক্ষার হার বাড়িয়েছে, বাল্য বিবাহ ঠেকিয়েছে। রূপশ্রী বাংলার গরীব ঘরের মেয়েদের বিয়ের খরচ যোগাচ্ছে। রাজ্যের হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করেছে। জয় বাংলা, জয় জোহর বাংলার উপেক্ষিত প্রবীণ মানুষদের মুখে হাসি ফুটিয়েছে। বিজেপি কী দিয়েছে? শুধুই বাংলার মানুষের পেটে লাথি মেরে গিয়েছে। ১০০দিনের কাজের টাকা বন্ধ। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা বন্ধ। প্রধামন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ। মিড ডে মিলের টাকা বন্ধ। বাংলার হকের টাকা পাঠানো বন্ধ। মানুষের প্রাপ্য টাকা পাঠানো বন্ধ। মানুষ তাই নিজেরাই বেছে নিয়েছিলেন ভোটের বহু আগেই যে তাঁরা ঠিক কাকে ভোট দেবেন। দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্য বলছে, বাংলার ৩,৩১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১,২১৮টি গ্রাম পঞ্চায়েত চলে গিয়েছে বা যেতে বসেছে তৃণমূলের দখলে। বিজেপি পেয়েছে বা পেতে চলেছে ২৮৮টি গ্রাম পঞ্চায়েত। কংগ্রেস পাচ্ছে ১৩৬টি গ্রাম পঞ্চায়েত। বামেদের ঝুলিতে যাচ্ছে ১১০টি গ্রাম পঞ্চায়েত। আইএসএফ পেয়েছে ১৪টি গ্রাম পঞ্চায়েত। অনান্যদের ঝুলিতে গিয়েছে ৪৪টি গ্রাম পঞ্চায়েত। সব মিলিয়ে একদিকে তৃণমূলের পকেটে ১,২১৮ ও বিরোধীদের সন্মিলিত পকেটে ৫৯২টি। ফারাক ও ব্যবধান স্পষ্ট। দিকে দিকে তৃণমূল, ঘরে ঘরে তৃণমূল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা, আটকে কেন্দ্রের কোষাগারে

হোটেল থেকে জখম অবস্থায় উদ্ধার রূপান্তরকামী মহিলা

‘রাজভবনে ডাকলে আর যাব না, আপনার পাশে বসাও পাপ!’, সরব মমতা

কলকাতা সহ ৩ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

বেসরকারি বাসে টাঙাতে হবে ভাড়ার সুস্পষ্ট তালিকা, নির্দেশ আঞ্চলিক পরিবহণ দফতরের

নওশাদের জমি কাড়তে এবার ভাঙড়ে জনসভা অভিষেকের, ত্রস্ত আইএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর