এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

২১’এর সমাবেশে যোগ দিতে মানুষের ঢল কলকাতার রাস্তায়

নিজস্ব প্রতিনিধি: আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। বৃহস্পতিবার দুপুরে ধর্মতলায় ২১ জুলাই সমাবেশ থেকে ভাষণ দেবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।আর সেই সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলে দলে হাজার হাজার তৃণমূল কর্মী ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন। কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেকের সেন্ট্রাল পার্ক-সহ একাধিক জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের জন্য থাকার ব্যবস্থা করেছে দল।

মালদা, হুগলি, কাটোয়া, আলিপুরদুয়ার-সহ রাজ্যের বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতামুখী হয়েছেন দুদিন আগে থেকেই। ২১ জুলাই সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশে কলকাতা শহরে আসা তৃণমূল কর্মীদের মধ্যে দেখা গেল বিপুল উদ্দীপনা। তৃণমূল সূত্রে খবর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং থেকে যে সব কর্মীরা আসছেন তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে সল্টলেক সেন্ট্রাল পার্কে। অন্যদিকে, যে সব কর্মীরা রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, মুর্শিদাবাদ থেকে আসছেন তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এসেছেন। সেখান থেকেই বৃহস্পতিবার সেখান থেকে ধর্মতলায় সমাবেশে যোগ দেবেন তাঁরা। জেলা থেকে আসা দলের কর্মীদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছে দল। মঙ্গলবার দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল ও ডিম। সেন্ট্রাল পার্কে বহু কর্মী সমর্থক উত্তরবঙ্গ থেকে এসেছেন। এদিন রাজ্যের মন্ত্রী সুজিত বসু এখানে ঘুরে দেখেন দলের কর্মীদের কোনও অসুবিধা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন। ৭ থেকে ৮ হাজার মানুষ এখানে এসেছেন বলে জানান মন্ত্রী সুজিত বসু। সমাবেশের দিন অর্থাৎ বৃহস্পতিবার বাসে করে সেন্ট্রাল পার্ক থেকে কর্মীদের সমাবেশে নিয়ে যাওয়া হবে বলে তিনি জানান।

অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এসে রয়েছেন জেলা থেকে আরও কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। মঙ্গলবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধযায় এসে কর্মীদের খোঁজ খবর নেন। তাঁরা কেমন আছেন কর্মীদের থাকতে অসুবিধা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ খবর নেশন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন অভিষেক বন্দ্যয়াপধ্যায়ের সঙ্গে ছিলেন বিধায়ক তাপস রায়। মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে ধামসা, মাদল সহযোগে ট্রেনে চেপে দলে দলে কর্মীরা আসা শুরু করে। আগামীকাল অর্থাৎ বুধবারও বহু তৃণমূল কর্মী সমর্থক রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে সমাবেশে যোগ দেবেন। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এদিন ধর্মতলায় মঞ্চের কাজ পরিদর্শন করতে যান। মঞ্চ পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘দু বছর ভার্চুয়ালি ২১ জুলাই শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। তাই এ বছর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য মানুষের উন্মাদনা বেশি।’ তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা সবাই।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্মাণ বর্জ্য হস্তান্তরের বিল না দেখালে কলকাতায় বন্ধ হবে বাড়ি তৈরির কাজ

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর