এই মুহূর্তে




উপনির্বাচনের দিন বদলের আর্জি জানিয়ে রাজ্যের চিঠি কমিশনকে




নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ(Ballygunge) বিধানসভা কেন্দ্র ও আসানসোল(Asansol) লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের(Bye Election) দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু ওই সময় উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায় ভোটগ্রহণ করা নিয়ে সমস্যা হবে এই কথা তুলে ধরে এদিন রাজ্য সরকারের তরফে চিঠি পাঠানো হল রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে। আর সেই চিঠিতে ভোটগ্রহণের দিন বদলের আর্জিও জানানো হয়েছে। এখন দেখার বিষয় জাতীয় নির্বাচন কমিশন ভোটের এই দিনক্ষণ বদল করে নাকি তাঁরা ১২ তারিখেই ভোটগ্রহণের সিদ্ধান্তে অনড় থাকেন।

রাজ্য সরকারের তরফে থেকে যে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে দেওয়া হয়েছে তাতে তুলে ধরা হয়েছে দুটি বিষয়। এক, ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। আর ঠিক তার একদিন আগে ও একদিন পরে রয়েছে উচ্চমাধ্যমিকের একাধিক বিষয়ের পরীক্ষা। ওই দুই দিন অর্থাৎ ১১ ও ১৩ এপ্রিল যে সব স্কুলে পরীক্ষা চলবে সেই সব স্কুলে কীভাবে ১২ তারিখ ভোট করানো হবে সেই বিষয়টি। দ্বিতীয় যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা হল ৮টি বিধানসভা কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচনে শিক্ষকদের ভোটকর্মী হিসাবে আদৌ পাওয়া যাবে কিনা সেই বিষয়টি। এদিন রাজ্য নির্বাচন কমিশনে ছিল সর্বদলীয় বৈঠক। সেই বৈঠকেই তৃণমূলের তরফে দেবাশিষ কুমার মৌখিক ভাবে ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আর্জি জানান। পরে রাজ্য সরকারও চিঠি পাঠালো রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশনই।

তবে সূত্রে জানা গিয়েছে রাজ্য চিঠি দিলেও ভোট পিছনোর কোনও পরিকল্পনা জাতীয় নির্বাচন কমিশনের কেননা একই দিনে আরও তিন রাজ্যে ভোটের দিন ধার্য হয়েছে। ওই দিন ছত্তিশগড়, বিহার ও মহারাষ্ট্রের আরও তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এই সমস্ত জায়গাতেও শনিবার থেকেই লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। তাই এখন নতুন করে উপনির্বাচনের দিন পিছিয়ে দেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক। তাই শেষ মুহুর্তে হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনবদল হওয়ার সম্ভাবনাই বেশি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘এক দেশ, এক ভোট মানব না’ ফের হুঙ্কার মমতার

পাইকারি বাজারে আলুর দাম কমলেও মানিকতলা বাজারে বেশি দামে বিকোচ্ছে কাঁচামাল

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, নতুন তারিখ কবে?

লাগামছাড়া গতিতে ‘রেড অ্যালার্ট’, রেষারেষি রুখতে ‘চাবিকাঠি’ থাকছে পরিবহণ দফতরের হাতে

সকালে পারদ নামল ১৩.৮ ডিগ্রিতে, আজ মরসুমের শীতলতম দিন

বৈঠকে বনসলের সঙ্গে সরাসরি কথা বলার দাবি জানালেন বিজেপি বিধায়করা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর