নিজস্ব প্রতিনিধি: চলতি বছর গণেশ চতুর্থীর পুণ্যলগ্ন শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে। একই দিনে দিনক্ষণ পাল্টে বিশ্বকর্মাও পুজিত হবেন। একই দিন থেকে শুরু হচ্ছে গণেশের আরাধনা৷ বর্তমানে প্রতিটি ঘরে ঘরে গণেশ চতুর্থী পালন করা হয়ে থাকে৷ বর্তমানে শুধু পাড়াতেও এই গণেশ পুজোর করা হয়৷ তবে পুজো করলেই হল না৷ গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে প্রসন্ন করার জন্য কিছু নিয়মও মেনে চলা জরুরি৷
যাই হোক, জেনে নিন তবে গণেশকে নিবেদন করার সময় কী দেবেন না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে অনেক কিছু নিবেদন করা ঠিক নয়। এতে সংসারের অমঙ্গল হবে৷ সনাতন ধর্মে তুলসীর বিশেষ গুরুত্ব থাকলেও গণেশ পুজো করার সময় ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না।
এছাড়া কখনও ভাঙা অক্ষত দেবেন না, তাতে গণেশ ঠাকুর রুষ্ট হন৷ গণপতির পুজোর সময় ফুল ভুলেও অর্পণ করবেন না। বরং সাদা ফুল, সাদা কাপড়, সাদা পবিত্র সুতো, সাদা চন্দন ব্যবহার করুন৷