নিজস্ব প্রতিনিধি: চলতি বছর গণেশ চতুর্থীর পুণ্যলগ্ন শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর থেকে। বর্তমানে প্রতিটি ঘরে ঘরে গণেশ চতুর্থী পালন হয়৷ বিগত কয়েক বছর ধরেই আমাদের বাংলাতে ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ পুজো। শুধু বাড়িতেই নয় পাড়াতেও এই পুজোর বড় আয়োজন করা হয়ে থাকে৷ তবে শুধু পুজো করলেই হবে না, গণেশ চতুর্থীর দিন গণেশকে প্রসন্ন করার জন্য কিছু নিয়মকাননও মানতে হবে। জেনে নিন, গণেশ পুজোর দিন ঠিক কী কী করলে গণপতির আশীর্বাদ পেতে পারেন এবং ভরে উঠতে পারে ধন সম্পদের, কিংবা কেরিয়ারেও ফিরতে পারে সাফল্য..
উত্তরপ্রদেশের কাশীর পণ্ডিত ও জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় বলেছেন, ভগবান গণেশকে প্রসন্ন করতে ভক্তদের গণেশ পুজোর সময় ভগবানের প্রিয় আটটি জিনিস অবশ্যই নিবেদন করতে হবে। সেগুলি হল, কলা, মোদক, আখ, দূর্বা ঘাস, শমী পাতা, সিঁদুর, নারকেল এবং ধানের লাউ। এই জিনিসগুলি নিবেদন করলেই ভগবান গণেশ সন্তুষ্ট হবেন। গণেশের পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে।
এছাড়াও,কর্মজীবনে সাফল্য পাবেন। জীবনের বাধা, প্রতিবন্ধকতা দূর হবে। তবে গণেশ মূর্তি বাড়িতে সবসময় ডান দিকে স্থাপন করবেন। ডান কাণ্ড সহ গণপতির পূজা করলে ঘরে ধন, সমৃদ্ধি এবং সুখ-শান্তি আসবে৷ ডান কাণ্ড দিয়ে গণপতির পূজা করলে ঘরে ধন, সমৃদ্ধি এবং সুখ-শান্তি বৃদ্ধি পাবে।