এই মুহূর্তে




মহাভারত এবং রামায়ণে উপস্থিত ছিলেন এই যোদ্ধারা, জেনে নিন চটজলদি




নিজস্ব প্রতিনিধি:  মহাভারত এবং রামায়ণে এমন অনেক গল্প বর্ণিত রয়েছে যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত গল্প শুধু শিক্ষাই দেয় না, বরং অবাকও করে। রামায়ণের যুদ্ধ সংঘটিত হয়েছিল ত্রেতা যুগে এবং মহাভারতের যুদ্ধ সংঘটিত হয়েছিল দ্বাপর যুগে। রামায়ণে এমন অনেক যোদ্ধার উল্লেখ রয়েছে যারা ত্রেতা যুগ অতিক্রম করে দ্বাপরে এসে উভয় মহাকাব্যের চরিত্র হয়ে উঠেছিলেন।

পরশুরাম

রামায়ণ ও মহাভারত উভয় মহাকাব্যেই ভগবান পরশুরামের বর্ণনা পাওয়া যায়। রামায়ণে পরশুরাম রাম-সীতার স্বয়ম্বরে এসেছিলেন এবং রামকে আশীর্বাদ করেছিলেন। এরপরেই শ্রীরামচন্দ্র হরধনু ভঙ্গ করেন। মহাভারতে পরশুরাম ছিলেন মহামহিম ভীষ্ম এবং দাণবীর কর্ণের অস্ত্রগুরু। তিনি উভয় যোদ্ধাকেই দিব্যাস্ত্রের জ্ঞান প্রদান করেছিলেন। আরও বলা হয় যে, পরশুরাম শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র প্রদান করেছিলেন।

মহাবলী হনুমান

রামভক্ত হনুমান ছিলেন রামায়ণের একজন প্রধান চরিত্র। মহাভারতেও তাঁর উল্লেখ রয়েছে। দেবী সীতার সন্ধান থেকে শুরু করে লঙ্কা দহন পর্যন্ত গোটা রামায়নে হনুমানের গুরুত্ব ছিল অপরিসীম। মহাভারতে হনুমান দ্বিতীয় পাণ্ডব ভীমের সঙ্গে দেখা করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে বজরংবলী হনুমান অর্জুনের রথের পতাকায় উপবিষ্ট হয়েছিলেন।

জাম্ববান

জাম্ববান রামায়ণের অন্যতম প্রধান চরিত্র। তিনি রামচন্দ্রের সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনিই মহাবলী হনুমানকে শক্তির কথা স্মরণ করিয়েছিলেন। মহাভারতের যুগে দ্বাপরে শ্রীকৃষ্ণের সঙ্গে জাম্ববন্ত’র যুদ্ধ হয়েছিল। টানা ৮ দিন ধরে চলা যুদ্ধ শেষে জাম্ববন্ত তাঁর কন্যা জাম্ববতীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ দেন।

মহর্ষি দুর্বাসা

মহর্ষি দুর্বাসা সত্য যুগ, ক্রেতা যুগ এবং দ্বাপর যুগ- তিন যুগেই উপস্থিত ছিলেন। রামায়ণে লক্ষ্মণ দুর্বাসার কারণে শ্রীরামকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। মহাভারতে মহর্ষি দুর্বাসা মহারানি কুন্তিকে সন্তান লাভের বর দিয়েছিলেন।

বিভীষণ

রামায়ণে রাবণের মৃত্যুর পর ভাই বিভীষণকে লঙ্কার রাজা করা হয়েছিল। কিন্তু খুব কম লোকই জানেন যে তিনি মহাভারতের সময়কালেও ছিলেন। ভীমপুত্র ঘটোৎকচ মহাভারতে পাণ্ডবদের পক্ষে বিভীষণের সমর্থন প্রার্থনা করেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এই বর্ষায় ঘুরে আসুন টুক করে, রইল সেরা ১০টি গন্তব্যের ঠিকানা

মাছের রাজা ইলিশে রয়েছে একাধিক উপকারিতা, জানেন কী?

হজম নিয়ে জেরবার? ঘরোয়া টোটকায় অ্যাসিডিটি, গ্যাসের সমস্যার সমাধান করুন

মানসিক স্বাস্থ্য ভাল রাখতে চান? নজর রাখুন এই দিকে..

আপনিও কি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন? জানুন ঘরে বসেই

ঠাকুরঘরে কোন ধরনের মূর্তি রাখবেন, জেনে নিন বিশদে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ