নিজস্ব প্রতিনিধি: আসছে দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব।পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির কাজ ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে। সাজো সাজো রব চারদিকে, আর দুর্গা পুজোর আগেই বিশ্বকর্মা পুজোর রীতি। দুর্গাপুজোর সূচনা যেন এই দেবতার পুজোর হাত ধরেই হয়। তবে এবার কোনদিন পুজোর তারিখ পড়েছে।
বিশেষ করে এই পুজো ব্যবসায়ীরাই করে থাকেন। সচরাচর প্রতি বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়। ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পুজো করা হয়। বিভিন্ন অফিসের কর্মীরা মেতে ওঠেন এই পুজোয়। তবে এবার পুজোর তারিখ পাল্টে গিয়েছে। পঞ্জিকা বলছে, ১৭ সেপ্টেম্বরের বদলে এই বছর বিশ্বকর্মা পুজো হচ্ছে ১৮ সেপ্টেম্বর। আর বাংলায় ৩১ ভাদ্র, সোমবার।
আসলে বিশ্বকর্মা পূজা ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অর্থাৎ ১৮ সেপ্টেম্বর সোমবার পালন হবে এবং সময় থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সোমবার অফিসে অফিসে পুজো থেকে বাংলার আকাশে আকাশে উড়বে রংবেরঙের ঘুড়ি। সঙ্গে চলবে দুর্গাপুজোর প্রস্তুতিও।