আন্তর্জাতিক ডেস্ক: অনেক সময়ই অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা বিপদজনক হয়। তার চড়া মূল্য দিতে হয় যার উপর সেটি করা হচ্ছে। যেমন লন্ডলের এই কিশোর, সে নিজের উপর এক অদ্ভুত পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল এক কিশোর। ১৫ বছরের ওই কিশোর তাঁর যৌনাঙ্গের পরিমাপ করার উদ্দেশ্য়ে গোপন অংশ দিয়ে ঢুকিয়ে দিয়েছিল একটি ইউএসবি কেবল। যাতে অসংখ্য় গিট থাকায় ওই কিশোরের যৌনাঙ্গের ভিতরেই আটকে যায়। পরে সেটি অপারেশন করে বের করতে হয়েছে।
ইংল্য়ান্ডের সংবাদমাধ্য়মে প্রচারিত খবর অনুযায়ী, ওই ইউএসবি ক্যাবলের উভয় প্রান্তই ওই কিশোরের প্রাইভেট পার্টের ভিতরে দিকে চলে গিয়েছিল, তাই এটি বের করা খুব কঠিন ছিল। শরীর থেকে সেটি বের করার জন্য ডাক্তারদের কঠিন অস্ত্রোপচার করতে হয়েছে। ইউএসবি কেবল যৌনাঙ্গে এতটাই আটকে ছিল যে ডাক্তাররা বিশেষ যন্ত্রের সাহায্যেও তা অপসারণ করতে পারেনি।
জানা যাচ্ছে, যৌনাঙ্গে ইউএসবি কেবল আটকে যাওয়ার পরে, শিশুটি তা সরানোর জন্য অনেক চেষ্টা করেছিল। কিন্তু ফলাফল হয় উল্টো। তাঁর প্রস্রাবের মাধ্যমে প্রচুর রক্তপাত শুরু হয়। তখনই তাঁর পরিবার দ্রুত নিয়ে যায় হাসপাতালে। তবে ওই শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অবিলম্বে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তাঁকে বাঁচানো সম্ভব হয়েছে বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। চিকিৎসকদের বক্তব্য, ওই কিশোর জানিয়েছে, যৌনাঙ্গের মাপ নেওয়ার জন্যই সে ওই কাজ করেছিল।