28ºc, Haze
Friday, 24th March, 2023 8:43 pm
নিজস্ব প্রতিনিধি: কাতার বিশ্বকাপের ফাইনালে দেশকে চ্যাম্পিয়ান করার পিছনে লিওনেল মেসির পাশাপাশি তাঁর বিশ্বস্ত হাতেরও অবদান কিছু কম ছিল না। বিশ্বকাপ ফাইনালের দিন হাতে যে গ্লাভস পড়ে কিলিয়ান এমবাপেদের সামনে বাধার দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস সেই গ্লাভসই নিলামে তুললেন তিনি। দেশের ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় জন্য লাল ও হালকা সাদা রংয়ের গ্লাভস জোড়া নিলামে তুলেছেন তিনি। শুক্রবার ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে সেই গ্লাভস। নিলামে পাওয়া পুরো অর্থই যাচ্ছে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে।
বিশ্বকাপ ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের পরে সেরা গোলরক্ষকের পুরস্কার নিতে এসে বেশ অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক। তাঁর সেই আচরণ নিয়ে গোটা ফুটবল মহলেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। বিশ্বকাপ ফাইনালের মতো আন্তর্জাতিক মঞ্চে অশালীন আচরণের জন্য অনেকেই মার্তিনেসকে চরম শাস্তি দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছিলেন। কিন্তু সেই মার্তিনেস নিজের প্রিয় ও ঐতিহাসিক গ্লাভস জোড়া মানবিক কারণে যেভাবে নিলামে তুলেছেন তা শুনে অনেকেই ফের ধন্য ধন্য করতে শুরু করেছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘এপি’ জানিয়েছেন, শিশুদের চিকিৎসার জন্য দেশের বিশ্বকাপজয়ী গোলরক্ষকের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছিল আর্জেন্টিনা পেডিয়াট্রিক ফাউন্ডেশন। আর তাতে সাড়া দিয়ে বিশ্বকাপ ফাইনালের গ্লাভস নিলামে তোলার জন্য দান করেন মার্তিনেস ওরফে লিওনেল মেসির প্রিয় দিবু। লন্ডনের বাড়ি থেকে নিলামে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক। ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে পেরে তিনি যে খুশি তাও জানিয়ে দিয়েছেন মার্তিনেস।