এই মুহূর্তে




ধনতেরাসে গহনা কিনবেন? আগেভাগে জেনে নিন দেশীয় বাজারে সোনার দাম কত হল?

নিজস্ব প্রতিনিধি: ধনতেরাসের আগে সোনার দাম আকাশছোঁয়া। মাস কয়েক ধরেই সোনার দামে অনেক পরিবর্তন হয়েছে। যা ফলে উৎসবের মরসুমে মাথায় হাত পড়েছে ধনী থেকে দরিদ্র সকলের। কেননা, কিনুক বা না কিনুক, সোনার দামের খবর রাখেন সকলেই। যাই হোক, চলতি বছরে সোনার দাম অনেকটাই বেড়েছে, যার ফলে বিনিয়োগকারীরা লাভবান হচ্ছেন। আর ক্রেতাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। সোনার দামের ঊর্ধ্বমুখী প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) পর্যন্ত প্রতি ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১,২১,৪৯২ টাকা। চলুন জেনে নেওয়া যাক ২৪, ২২ এবং ২০ ক্যারেট সোনার বর্তমান দাম কত?

গত সপ্তাহে সোনার দামে বড় পরিবর্তন হয়েছিল। MCX অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ১,২৩,৬৭৭ টাকা। তবে সোনার দামে কিছুটা হ্রাস পেয়েছিল। কিন্তু শুক্রবার (১০ অক্টোবর), সোনার দাম আবারও ৯৯৯ টাকা বেড়ে ১,২১,৪৯২ টাকা হয়। সাপ্তাহিক পরিবর্তনের দিকে তাকালে, সোনার দাম এখনও পর্যন্ত ৩,৩৭৯ টাকা বেড়েছে। এদিকে যদি দেশীয় বাজারে সোনার দামের কথা বলা যায়, তাহলে ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্সের ওয়েবসাইট IBJA.Com-এর আপডেট অনুসারে, শুক্রবার, (১০ অক্টোবর) ২৪ ক্যারেট সোনার দর ১,২০,৮৪৫ টাকা হয়েছে। এদিকে ৩ অক্টোবর পর্যন্ত সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ১,১৬,৯৫৪ টাকা। সুতরাং সাপ্তাহিক পরিবর্তনের দিকে তাকালে দেখা যাবে, দেশীয় বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪,৫৭১ টাকা বেড়েছে।

গুণমান সোনার দাম (প্রতি ১০ গ্রাম)

২৪ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ১,২১,৫২৫ টাকা
২২ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ১,১৮,৬১০ টাকা
২০ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ১,০৮,১৬০ টাকা
১৮ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ৯৮,৪৪০ টাকা
১৪ ক্যারেট সোনা ১০ গ্রাম প্রতি ৭৮,৩৮০ টাকা

তবে ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুসারে, দেশীয় বাজারে সোনার দামের আপডেট করা হারগুলি সারা দেশে সামঞ্জস্যপূর্ণ। তবে, গ্রাহকরা যখন গয়না কিনবেন, তখন তাদের গহনার সঙ্গে ৩% জিএসটি এবং তৈরির মজুরি দিতে হবে। তবে গয়না কেনার সময় সোনার মান অবশ্যই পরীক্ষা করতে হবে। যেমন, ২৪ ক্যারেটের সোনার গয়নায় ৯৯৯ লেখা থাকে, যেখানে ২৩ ক্যারেটের উপর ৯৫৮, ২২ ক্যারেটের উপর ৯১৬, ২১ ক্যারেটের উপর ৮৭৫ এবং ১৮ ক্যারেটের উপর ৭৫০ লেখা থাকে, এগুলো অবশ্যই দেখে সোনা কিনবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লঞ্চ হল X Chat, তবে কি WhatsApp-এর দিন শেষ?

আপগ্রেডের চমক! আসছে Redmi 15C, ফাঁস গুরুত্বপূর্ণ তথ্য

200MP ক্যামেরা, 7500mAh ব্যাটারি সহ বাজারে নতুন ফোন আনল Oppo

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

ভারতীয় পতাকা উড়িয়ে বিদ্বেষীদের জবাব, পাক র‍্যাপার তালহা আঞ্জুমের কাণ্ডে অবাক নেট দুনিয়া

মাটিতে বসেই দর্শন, তারকাসুলক অহংকে দূরে রেখে বিশ্বনাথ মন্দিরে অঞ্জলী ও সারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ