এই মুহূর্তে




স্কুলে কন্ডোম নিয়ে গিয়ে শিক্ষকদের বকুনি, বাড়িতে মায়ের কাছে থাপ্পড়, অভিমানে যা করল ১১ বছরের শিশু

নিজস্ব প্রতিনিধি: স্কুলে নিয়ে গিয়েছিল কন্ডোম। ওই কাণ্ডের জন্য জুটেছিল শিক্ষকদের বকুনি। তাতেও নিস্তার মেলেনি। বাড়িতে ফিরে মায়ের কাছে খেতে হয়েছে থাপ্পড়। আর তাতেই অভিমানাহত হয়ে বাড়ি থেকে নিরুদ্দেশের পথে যাত্রা করেছিল ১১ বছরের শিশু। লখনউয়ের ইন্দিরানগর থেকে সোজা পৌঁছে গিয়েছিল আমদাবাদে। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে পাকড়াও হয়ে ফের ফিরতে হয়েছে বাড়িতে।

পুলিশ জানিয়েছে, গত ১০ ডিসেম্বর বই-খাতার সঙ্গেই কন্ডোম নিয়ে স্কুলে সটান হাজির হয়েছিল ১১ বছরের কিশোর। সহপাঠীরা ওই কীর্তি দেখে চমকে ওঠে। সঙ্গে সঙ্গেই শিক্ষকদের গোচরে আনে। ওই কীর্তির জন্য শিশুটিকে তিরস্কার করেন শিক্ষকরা। এমনকি অভিভাবকদের ডেকে পাঠান। তাদের কাছে শিশুটির কীর্তির কথা খোলসা করে বলেন। শিক্ষকদের কাছে বকা-ঝকা খেয়ে বাড়িতে ফেরার পরে মায়ের কাছে মার খেতে হয়। ওই শাসনেই অভিমানাহত হয়ে ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয় শিশুটি।

লখনউয়ের ইন্দিরানগরের বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। প্রথমে বাবা-মা ভেবেছিল, হয়তো পাড়ায় ঘুরতে বেড়িয়েছে। কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও শিশুটি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। স্থানীয় থানায় মিসিং ডায়েরি দায়ের করেন। ততক্ষণে শিশুটি সাইকেল চালিয়ে স্থানীয় রেলস্টেশনে পৌঁছে যায়। সেখানে সাইকেলটি দাঁড় করিয়ে রেখে একটি ট্রেনে চড়ে বসে। এক যাত্রীর কাছে জানতে চায় ট্রেনটি কোথায় যাচ্ছে। ওই যাত্রী জবাবে জানান-আমদাবাদ। ওই ট্রেনে চেপে আমদাবাদে পৌঁছে যায় শিশুটি। সেখানে এক কারখানার শ্রমিকের সঙ্গে তার পরিচয় ঘটে। সহৃদয় ওই ব্যক্তি শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান। পরের দিন ওই ব্যক্তির ফোনেই বাবার সঙ্গে কথা বলে বাড়িতে ফেরার ইচ্ছে প্রকাশ করে শিশুটি। সন্তানের কথা শুনে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন শিশুটির বাবা। এর পরেই পুলিশের একটি দল আমদাবাদে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে লখনউয়ে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

‘‌অনুপ্রবেশের কথা বলে বাংলাকে অপমান, বিজেপি নেতাদের কান ধরে ক্ষমা চাওয়া উচিত’‌, তোপ অভিষেকের

রেল যাত্রীদের জন্য সুখবর, এবার ১০ ঘন্টা আগেই ওয়েটিং–আরএসি টিকিটের স্ট্যাটাস জানা যাবে

মেসিকে কত কোটির ঘড়ি উপহার দিলেন মুকেশ পুত্র? শুনলে ভিরমি খাবেন

অটলবিহারী বাজপেয়ীকে রাষ্ট্রপতি করতে চেয়েছিল বিজেপি, প্রধানমন্ত্রী কে হতেন?‌ বিস্ফোরক তথ্য প্রকাশ

ফ্ল্যাট বরাদ্দ কেলেঙ্কারিতে গ্রেফতারের ভয়ে গা ঢাকা মন্ত্রীর, বন্ধ মোবাইল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ