এই মুহূর্তে




দারুণ খবর! এবার দেব দীপাবলিতে কাশীর ৮৪ টি ঘাট সাজছে ১২ লক্ষ প্রদীপে




নিজস্ব প্রতিনিধি: এবার দেব দীপাবলী আরও বেশি জাঁকজমকপূর্ণ। বিগত কয়েক বছরের তুলনায় দেব দীপাবলিতে এবার আরও আলোকসজ্জাতে সাজবে কাশীর ৮৪ টি ঘাট। হ্যাঁ, সূত্রের খবর, ১৫ নভেম্বর পড়ছে দেব দীপাবলি। আর দেব দীপাবলি উপলক্ষে কাশীর ৮৪টি ঘাট ও শহরের পুকুরপাড়ে ১২ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। রবিবার এই চমকপ্রদ খবরটি নিশ্চিত করছেন, পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর রাজেন্দ্রকুমার রাওয়াত। জানা গিয়েছে, এর মধ্যে গোবর দিয়েই তৈরি হবে প্রায় তিন লাখ প্রদীপ। এছাড়াও শিব মহিমা ও মা গঙ্গাকে কেন্দ্র করে লেজার শোও করা হবে। পাশাপাশি মানুষ সবুজ আতশবাজিও দেখতে পাবে। ইতিমধ্যেই দেব দীপাবলির প্রস্তুতি শুরু করে দিয়েছে দেবাদিদেব ভূমি বারাণসী প্রশাসন। এবার ১৫ নভেম্বর পড়ছে দেব দীপাবলি। এদিন কাশীর ৮৪ টি ঘাট প্রায় ১২ লক্ষ প্রদীপে সাজবে। এমনকী শুধু কাশীর অর্ধচন্দ্রাকার ঘাট নয়, পাশাপাশি কাশীর আরও জলাশয়, পুকুর গুলিকেও প্রদীপ সাজানো হবে।

ঐতিহাসিক ঘাটগুলি কে সম্মুখের আলো ও বৈদ্যুতিক আলোয় আলোকিত করা হবে। এছাড়াও গঙ্গার বালিতেও অসংখ্য দিয়া জ্বালানো হবে, যাতে ঘাট থেকে গঙ্গা পার হওয়ার একটি দুর্দান্ত দৃশ্য দেখা যায়। পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর রাজেন্দ্র কুমার রাওয়াত জানিয়েছেন, ১২ লক্ষ প্রদীপের মধ্যে আড়াই থেকে তিন লক্ষ প্রদীপ তৈরি হবে গোবর দিয়ে। পরিবেশ যাতে দূষিত না হয়, সেকথা মাথায় রেখেই গোবর দিয়ে তৈরি হচ্ছে এই প্রদীপগুলি। দেব দীপাবলিতে প্রদীপ জ্বালানোর জন্য যোগী সরকারের একাধিক বিভাগ কাশীর ৮৪ টিরও বেশি ঘাট এবং পুকুরে কাজ করবে। জনগণের অংশগ্রহণে প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের কাছ থেকেও সহযোগিতা নেওয়া হবে। দেব দীপাবলিকে জমকালো রূপ দিতে, উত্তরপ্রদেশ সরকার এটিকে একটি প্রাদেশিক মেলা ঘোষণা করেছে। প্রতি বছরেই দেব দীপাবলিতে ভারত-বিদেশ থেকে লক্ষাধিক মানুষ কাশী পৌঁছন। তাদের জন্য ঘাটে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধান ঘাটগুলিতে লেজার শো এবং সবুজ আতশবাজিরও আয়োজন করা হবে। লেজার শোয়ের মাধ্যমে দেখানো হবে গঙ্গার অবতারণা ও শিব মহিমার কাহিনী। এছাড়া পরিবেশ রক্ষার বার্তা দিয়ে গঙ্গার ওপারে বালিতে দূষণমুক্ত সবুজ আতশবাজির আয়োজন করা হবে।

দেব দীপাবলি কী?

দেব দীপাবলি একটি শুভ ভারতীয় এবং হিন্দু সংস্কৃতিতে তাৎপর্যপূর্ণ একটি উৎসব। দেব দীপাবলি হল একটি কার্তিক পূর্ণিমা উৎসব, যা উত্তর প্রদেশের বারাণসীতে উদযাপিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের পূর্ণিমায় পড়ে এই তিথি। তবে দেব দীপাবলি একটি অনন্য উৎসব, যা শুধুমাত্র বারাণসীতে উদযাপিত হয়। আর এই উৎসবের জন্যে বারাণসীর ঘাটে লাখ লাখ ভক্তরা একত্রিত হন। মুলত দেব দীপাবলি, দীপাবলির ১৫ দিন পরে অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে, এ দিনে হিন্দু দেবতা শিব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। তাই, দেব দীপাবলি উৎসব, শয়তানের উপর ভগবান শিবের বিজয়কে চিহ্নিত করার উৎসব হিসেবে পরিচয়। এছাড়াও, এই উত্সবটি শিবের পুত্র ভগবান কার্তিকের জন্মবার্ষিকীও চিহ্নিত করে। এ দিনে হিন্দু দেবতারা স্বর্গ থেকে নেমে আসেন বিজয় উদযাপন করতে। তাই, দেব দীপাবলিতে দেবতাদের স্বাগত জানাতে বারাণসীর ঘাটগুলি লক্ষ লক্ষ মাটির প্রদীপে আলোকিত হয়। ১৯৮৫ সালে পঞ্চগঙ্গা ঘাটে দেব দীপাবলিতে দিয়া আলো জ্বালানো শুরু হয়েছিল। ভক্তরা গঙ্গা নদীর ঘাট, রাজ ঘাট থেকে দক্ষিণ প্রান্তে রবিদাস ঘাট পর্যন্ত লক্ষ লক্ষ মাটির প্রদীপ জ্বালায়। তারা পবিত্র গঙ্গায় ডুব দিতে জড়ো হয়, স্থানীয় ভাষায় এটিকে ‘কার্তিক স্নান’ও বলা হয়। বিশ্বাস করা হয়, এদিন পবিত্র গঙ্গায় ডুব দিলে পাপ ধুয়ে যায় এবং সমৃদ্ধি আসে। দেব দীপাবলি হল গঙ্গা মহোৎসবের শেষ দিন যখন বারাণসীকে দেবতাদের স্বর্গীয় আবাস বলে মনে করা হয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দিরে মা কালীকে দেওয়া মোদির সোনার মুকুট চুরি

গল্প নয় সত্যি, মাত্র এক টাকায় মিলছে নতুন জামা-কাপড় থেকে চাল-ডাল

গরিব-মেধাবী পড়ুয়াদের জন্য ‘গৌরী সেন’ হয়ে উঠেছিলেন রতন টাটা, জানুন কীভাবে?

ফের ধর্মীয় রোষ! উত্তরপ্রদেশে ‘ডাণ্ডিয়া’ অনুষ্ঠান থেকে তাড়ানো হল ‘মুসলিম’ সঞ্চালিকাকে

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং

যোগীরাজ্য গম চুরির সন্দেহে ৩ দলিত কিশোরকে মাথা ন্যাড়া করিয়ে ঘোরানো হল গ্রামে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর