এই মুহূর্তে




ফ্রি স্টাইল! বিধানসভার ভিতরেই চুলোচুলিতে জড়ালেন মহিলা জনপ্রতিনিধিরা, দেখুন ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক: শাসক ও বিরোধী দলের বিধায়ক-সাংসদরা নিজেদের মধ্যে বচসা কিংবা হাতাহাতিতে জড়াচ্ছেন-আকছার দেখা যায় ভারতের বিভিন্ন বিধানসভায়। তবে এবার ভারতের আইনসভার প্রতিচ্ছবি ধরা পড়ল সুদূর লাতিন আমেরিকার মেক্সিকোকেও। সেখানে প্রাদেশিক সভার অধিবেশনে বচসা-হাতাহাতি থেকে চুলোচুলিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের মহিলা আইন প্রণেতারা। বিধানসভার কার্যাবলীর সরাসরি সম্প্রচার চলছিল। ফলে মহিলা জনপ্রতিনিধিদের ওই বেআক্কেলে কাণ্ডের ভিডিও নিমিষেই ক্যামেরাবন্দি হয় এবং সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) মেক্সিকো সিটির বিধানসভা অধিবেশন ছিল। অধিবেশন চলাকালীন আচমকাই বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টির এক মহিলা সদস্য নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে সভার অধ্যক্ষের পোডিয়ামের কাছে চলে যান। তিনি চি‍ৎকার করে অভিযোগ করেন, শাসকদল মেরিনা পার্টি সংখ্যাগরিষ্ঠতার জেরে যা খুশি করে চলেছে। কোনও নিয়ম-নীতির ধার ধারছে না। তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন শাসকদলের বেশ কযেকজন মহিলা সদস্য। নিমিষেই পরিস্থিতি বেগতিক রূপ নেয়। শাসক ও বিরোধী দলের সদস্যরা প্রথমে বচসায় জড়িয়ে পড়েন। পরে তা ধাক্কাধাককিতে গড়ায়।

খানিকবাদেই রণংদেহী মেজাজে একে অন্যের উপরে জাঁপিয়ে পড়েন দুই দলের জনপ্রতিনিধিরা। লাথালাথি তেকে শুরু করে চুলোচুলি কিছুই বাদ যায়নি। ওই ঘটনা দেখে তাজ্জব হয়ে যান সভায় হাজির পুরুষ সদস্যরা। পাছে শ্লীলতাহানির আভিযোগ ওঠে, তাই হাত গুটিয়ে বসেছিলেন। কিন্তু ততক্ষণে লাইভ সম্প্রচারের দৌলতে সারা দেশের মানুষ দেখে ফেলেছে মহিলা জনপ্রতিনিধিদের মধ্যে চুলোচুলিকাণ্ড। দেখে নিন সেই ভিডিও-

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

স্কুলে কন্ডোম নিয়ে গিয়ে শিক্ষকদের বকুনি, বাড়িতে মায়ের কাছে থাপ্পড়, অভিমানে যা করল ১১ বছরের শিশু

‘এটা আমার কর্তব্য ছিল’, বাবাকে খুনের পর মন্তব্য সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির

‘আর কখনও হয়তো দেখতে পাবো না’, বাবাকে নিয়ে যন্ত্রণার কথা শোনালেন ইমরানের দুই পুত্র

বাংলাদেশি জঙ্গিদের হামলার আশঙ্কায় বন্ধ ঢাকার ভারতীয় ভিসা সেন্টার

এলোপাথারি গুলিতে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে, মালিকের দেহ আগলে সারমেয়র কীর্তি ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ