নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এশিয়া কাপ না খেললেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে খেলছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না খেলায় টাইগারদের নেতৃত্বের দায়িত্বে থাকছেন লিটন দাস। দলে জায়গা পেয়েছেন মাহমুদিল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। এশিয়া কাপ স্কোয়াডে থাকা মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এশিয়া কাপের মাঝপথে ফিরে আসা নাজমুল হোসেন শান্তও দলে নে্ই।
বিশ্বকাপের আগে কার্যত প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে কিউই ও টাইগাররা। প্রথম ম্যাচ হবে ২১ সেপ্টেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২৩ ও ২৬ তারিখ। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। ওয়ান ডে সিরিজ খেলতে দু’দফায় ঢাকা পৌঁছচ্ছে নিউজিল্যান্ড। শনিবার রাতে বেশ কয়েকজন খেলোয়াড় এসে পৌঁছেছেন। বাকিরা আগামিকাল রবিবার আসবেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের স্কোয়াড ঘোষণা করতে গিয়ে শনিবার প্রধাসন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘ভারতে হতে যাওয়া বিশ্বকাপের কথা মাথায় রেখে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হচ্ছে। বাকি কয়েকজন খেলোয়াড়কে দেখে নেওয়া হচ্ছে। ১৫ সদস্যের যে স্কোয়াড গঠন করা হয়েছে তাদের মধ্যে জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ দেশের হয়ে একদিনের ম্যাচ খেলেননি। অর্থাৎ তিন জনেরই একদিনের ম্যাচে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকিদের সবাই দেশের হয়ে মাঠে নেমেছেন।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য গঠিত বাংলাদেশ স্কোয়াডে কারা রয়েছেন একবার দেখে নেওয়া যাক-
লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল খান. সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।