এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্যমাত্রা চেন্নাইয়ের

নিজস্ব প্রতিনিধি : হায়দরাবাদের সামনে জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্যমাত্রা রাখল চেন্নাই সুপার কিংস। ডারেল মিচেল ও ঋতুরাজ গায়কোয়াডের দুর্ধর্ষ ব্যাটিংয়ের ওপর ভর করে ২০ ওভারে ২১২ রান করে চেন্নাই। 

এদিন প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ফলে এদিন প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। অজিঙ্কা রাহানে ও ঋতুরাজ গায়কোয়াড প্রথমে ব্যাট করতে নামে। কিন্তু শুরুতেই প্রথমে ধাক্কা খায় চেন্নাই। ব্যক্তিগত ৯ রানের মাথায় ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে যান অজিঙ্কা রাহানে। এরপর ঋতুরাজ গায়কোয়াড ও ডারেল মিচেল চেন্নাইকে এগিয়ে নিয়ে যান। প্রথম ৯ ওভারে ৮২ রান করে ফেলে চেন্নাই। এই ৮২ রানের মধ্যে রয়েছে গায়কোয়াডের অর্ধশতরান। প্যাট কামিন্সের বলে ছয় মেরে ৫০ রান করে ফেলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। তবে এরপরও অবশ্য তাঁকে থামানো যায়নি।

অন্যদিকে গায়কোয়াডের পাশাপাশি এদিন ডারেল মিচেলকেও আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছে। গায়কোয়াড ও মিচেলের দুর্ধর্ষ ব্যাটিংয়ের সুবাদেই ১১ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায় চেন্নাই সুপার কিংস। এরপর ১৩ ওভারের মাথায় ২৯ বলে অর্ধশতরান করেন ডারেল মিচেল। মিচেল ও গায়কোয়াডের মধ্যে ৬১ বলে ১০৪ পার্টনারশিপ গড়ে ওঠে। এরপর জয়দেব উনদকাটের বলে ছয় মারতে গিয়ে আউট হয়ে যান মিচেল। ৩২ বলে ৫২ রান করেন এই অস্ট্রেলিয় খেলোয়াড়। ৫২ রানের মধ্যে রয়েছে ৭টি চার ও একটি ছয়। মিচেল আউট হয়ে গেলেও থামানো যায়নি গায়কোয়াডকে। পরের বলেই ছক্কা মারেন চেন্নাই অধিনায়ক। তারপর চার-ছয়ের পালা চলতেই থাকে। শেষ পর্যন্ত ১৯ ওভারের মাথায় ২০০ রানের গণ্ডি পেরোয় চেন্নাই। শেষ ওভারে নটরাজনের বলে ছক্কা মারতে গিয়ে শতরানের দোরগোড়াতে আউট হয়ে যান গায়কোয়াড। ৫৪ বলে ৯৮ রান করেন তিনি। এরমধ্যে রয়েছে ১০টি চার ও ৩টি ছয়। চেন্নাই অধিনায়ক আউট হয়ে যাওয়ার পরই মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি। নেমেই একটি চার মারেন। 

এদিকে অন্যান্য দিন যতটা আক্রমণাত্মক ভূমিকায় পাওয়া যায় শিবম দুবেকে, এদিন অবশ্য ততটা হার্ড হিটিং ব্যাটিং দেখতে পাওয়া যায়নি।শিবমকে অনেকটাই আটকে রাখতে পেরেছিল নটরাজন, প্যাট কামিন্সরা। তবে এরমধ্যেও চার-ছক্কা হাঁকাতে দেখা যায় শিবমকে। ২০ বলে ৩৯ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৩৯ রানের মধ্যে রয়েছে একটি চার ও চারটে ছয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ২১২ রান করে চেন্নাই। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লিকে হারিয়ে প্লেঅফে ওঠার লড়াই জমিয়ে দিল বেঙ্গালুরু

রাজস্থানকে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই

রাজস্থানকে ১৪১ রানে থামিয়ে দিল চেন্নাই সুপার কিংস

৩ ম্যাচ বাকি থাকতেই সৌদি প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত নেইমারের দলের

দিল্লির বিরুদ্ধে মরণ-বাঁচনের ম্যাচে নামছে বেঙ্গালুরু

প্লে অফে যাওয়ার লক্ষ্যে রাজস্থানের বিরুদ্ধে জিততে মরিয়া চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর