-273ºc,
Friday, 2nd June, 2023 3:50 am
নিজস্ব সংবাদদাতা : রবিবার পরলোকে পাড়ি দিলেন ভারতীয় ক্রিকেটর প্রাক্তন নক্ষত্র সেলিম দুরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর জন্ম আফগানিস্থানের কাবুলে। আফগান ভূমিতে জন্মগ্রহণ করলেও তিনি ক্রিকেট মাঠে ভারতের জার্সি চড়িয়ে ম্যাচ খেলেছেন। তবে বর্তমানে দুরানি তাঁর পরিবারের সঙ্গে ভারতের গুজরাতেই বসবাস করতেন। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উল্লেখ্য, দুরানির ভারতের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৯৫৩ সালে-৫৪ মরশুমে। তারপর ১৯৬০ সালে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ গজে তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়। জীবনের প্রথম মাঠে যেখানে দুরানির টেস্টে অভিষেক হয়েছিল সেই ব্রেবোর্ন স্টেডিয়ামের মাঠেই আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটি খেলেছিলেন তিনি। সেটা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। সালটা ছিল ১৯৭৩। তিনি সেই টেস্টে দুই ইনিংসে রান করেছিলেন ৭৩ ও ৩৭। একটা সময় কানপুর টেস্টে তাঁকে বোর্ড কর্তারা বাদ দেওয়ায় গ্যালারি থেকে ক্রিকেট ভক্তরা আওয়াজ তুলতেন নো দুরানি, নো টেস্ট। আরও পড়ুন: IPL-2023 ম্যাচ জিততে মরিয়া রাজস্থান-হায়দরাবাদ দুই পক্ষই
তাঁর মৃত্যুর খবর চাউর হতেই শোকবিহ্বল হয়ে পড়ে ভারতীয় ক্রিকেট দুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর শোকবার্তায় লেখেন, আমি অত্যন্ত মর্মাহত তাঁর মৃত্যুতে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গুজরাটেই বসবাস করার সুবাদে মাত্র একবারই আমি তাঁর সান্নিধ্যে আসার সৌভাগ্য হয়েছিল। সেই সময় দুরানির বহুমুখী প্রতিভার কথা জানতে পারি। আমি তাঁর শোকবিহ্বল পরিবারবর্গকে সমবেদনা জানাই। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি দুরানির অমর আত্মার শান্তি লাভের জন্য।
জীবনের যে ম্যাচগুলিতে তিনি ভারতের জার্সি গায়ে মোট ২৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১,২০২ রান। বল হাতে তিনি উইকেট নিয়েছেন ৭৫টি। দুরানি শতরান করেছিলেন মাত্র একটি। এবং অর্ধ্বশতরান করেছিলেন ৫টি। উল্লেখ্য, ১৯৭১ সালে যে টেস্টে অভিষেক হয়েছিল ক্যারিবিয়ানদের বিপক্ষে যে টেস্টে অভিষেক হয়েছিল কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকারের, সেই টেস্টেই ভারত মূলত জয় পায় দুরানি দূরন্ত বোলিংয়ের জন্য। সেই সময় তিনি তাঁর বোলিংয়ে আউট হয়ে প্যাভেলিয়ানে ফিরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই নক্ষত্র স্যার গ্যারি সোবার্স ও ক্লাইভ লয়েড। পোর্ট অফ স্পেনে আয়োজিত এই টেস্টে মাত্র ১৭ ওভার হাত ঘুরিয়েছিলেন দুরানি। খরচ করেছিলেন মাত্র ২১টি রান।
অন্য দিকে ছয়ের দশকে ব্রিটিশদের বিপক্ষেও তাঁর দুরন্ত আজও ভুলতে পারেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। চেন্নাই ও কলকাতা টেস্টে দুরানি পকেটে পুড়েছিলেন ৮ ও ১০ উইকেট। তাঁর অকাল প্রয়াণে ভারতীয় ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া।