এই মুহূর্তে




ক্লাব বিশ্বকাপে অঘটন, আল-হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স




নিজস্ব প্রতিনিধি: চলতি ফিফা ক্লাব বিশ্বকাপ একের পর এক অঘটনের সাক্ষী হয়ে থাকছে। শুক্রবার (৪ জুলাই) রাতে শেষ চারে ওঠার  লড়াইয়ে ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে ২-১ গোলে হেরে গেল ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শোরগোল ফেলে দেওয়া সৌদির ক্লাব আল হিলাল। সেমিতে অন্য ম্যাচে জয়ী চেলসির মুখোমুখি হবে ফ্লুমিনেন্স।

ফ্লোরিডায় ম্যাচ শুরুর আগে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারানো লিভারপুলের পর্তুগিজ তারকা ফুটবলার দিয়োগো জোতা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। ওই নীরবতা পালন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আল হিলালের দুই পর্তুগিজ তারকা রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর। তাঁদের কান্না অন্যদের চোখেও জল এনে দিয়েছিল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে জোর লড়াই শুরু হয় দুই দলের খেলোয়াড়দের মধ্যে। যদিও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আল হিলাল। বেশ কয়েকটি আক্রমণ তুলে এনেছলেন রুবেন নেভেসরা। যদিও ফ্লুমিনেন্সের রক্ষণ ভেদ করে তেকাঠির নিচে বল রাখতে পারেননি। উল্টে প্রথমার্ধের শেষ দিকে ৪০ মিনিটে দারুণ এক প্রতি আক্রমণ থেকে উঠে এসে আল-হিলালের জাল নড়িয়ে দলকে এগিয়ে দেন ফ্লুমিনেনসের ম্যাথাউস মার্তিনেল্লি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিলের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় আল-হিলাল। বেশ কয়েকবার হানা দেয় ফ্লুমিনেন্সের দুর্গে। ৫১ মিনিটে আল-হিলালের সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে ম্যাচে সমতা ফেরান মার্কোস লিওনার্দো। এর পর আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭০ মিনিটে পরিবর্ত খেলোয়াড় হিসাব নামা হারকিউলিস আল-হিলালের রক্ষণকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। ম্যাচের বাকি সময়ে বহু চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি আল-হিলাল। ২-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় রুবেন নেভেসদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

মাত্র ৫৮ রান প্রয়োজন, তাহলেই গ্যারি সোবার্সের মতো জাদেজাও ‘স্যার’

১১ কোটি টাকা! রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার হলেন অলিভিয়া স্মিথ

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ফরাসি কিংবদন্তি প্লাতিনির বাড়িতে চুরি, একাধিক পুরস্কার নিয়ে চম্পট দিল চোর

বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ