-273ºc,
Friday, 2nd June, 2023 8:01 pm
নিজস্ব প্রতিনিধি: লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল রিয়াল মাদ্রিদের। রবিবার রাতে এল ক্লাসিকোতে লিগ তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে ১২ পয়েন্টে পিছিয়ে গেল কার্লো আনচেলোত্তির ছেলেরা। কোনও অঘটন না ঘটলে এবার লা লিগার শিরোপা জয় করতে চলেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
লা লিগা শিরোপা জয়ের দৌড়ে টিঁকে থাকতে হলে বার্সেলোনাকে হারাতেই হবের এমন এক সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল রিয়াল। কিন্তু শুরু থেকেই ঝড় তোলে বার্সার খেলোয়াড়রা। ব্যতিব্যস্ত হয়ে পড়েন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। কিন্তু আচমকাই প্রতি আক্রমণে উঠে বার্সার গোল লক্ষ্য করে শট নেন রিয়ালের ভিনিনিয়ুস জুনিয়র। সেই শট বার্সার রোনাল্ডো আরাউহোর গায়ে লেগে জালে জড়িয়ে যায়। গোল খেয়ে ফের ঝাঁপিয়ে পড়ে বার্সা। ৩২ ও ৩৪ মিনিটের মাথায় আনদ্রেয়াস ক্রিস্টিনসেন ও রাফিনিয়ার দুটি গোলের চেষ্টা ব্যর্থ করে দেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। ৪৫ মিনিটে রিয়ালের ডি বক্সে জটলার মধ্যে বল পেয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান সার্জি রবার্তো।
প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হওয়ায় দ্বিতীয়ার্ধে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে লেভানডফস্কি-সার্জি রবার্তোরা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭৯ মিনিটে করিম বেনজেমার শট কোনও ভাবে প্রতিহত করে দলের নিশ্চিত পতন রোধ করেন বার্সার টের স্টেগেন। ৮১ মিনিটে বার্সার জালে বল গলিয়েছিলেন মার্কো আসেনসিও। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। সবাই যখন ধরে নিয়েছিলেন এল ক্লাসিকো অমীমাংসিতভাবে শেষ হচ্ছে তখনই ইনজুরি টাইমে রবার্ট লেভানডফস্কির ব্যাক হিল থেকে বল পেয়ে ফ্র্যাঙ্ক কেসিকে লক্ষ্য করে বল বাড়ান আন্দ্রে বালদে। সেই বল রিয়ালের গোলে জড়াতে ভুল করেন পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামা কেসি। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়েন লেভানডফস্কিরা।