এই মুহূর্তে




ইংল্যান্ডকে জয়ের জন্য ৬০৮ রানের লক্ষ্য দিলেন শুভমনরা




নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম: অবশেষে ছয় উইকেট খুঁইয়ে ৪২৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার্ড করল ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৮০ রানের লিড থাকায় শুভমনরা এগিয়ে ৬০৭ রানে। অর্থা‍ৎ বেন স্টোকসদের জয়ের জন্য চাই ৬০৮ রান। ঘরের মাঠে ওই বিশাল রান ইংল্যান্ড তাড়া করে জিততে পারে কিনা, তাই দেখার।

প্রথম ইনিংসে ১৮০ রানের লিড নিয়ে শুক্রবার (৪ জুলাই) দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছিল ভারত। তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১ উইকেট হারিয়ে ৬৪। লোকেশ রাহুল ২৮ ও করুণ নায়ার ৭ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের থেকে ২৪৪ রান এগিয়ে শনিবার চতুর্থ দিনে খেলতে নামে টিম ইন্ডিয়া। দেখেশুনে খেলতে শুরু করেন রাহুল ও করুণ। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি করুণ। কার্সের বলে উইকেটরক্ষক স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি (২৬)। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাস নিয়েই ব্যাট করছিলেন রাহুল। অনায়াসে অর্ধশতরান পূর্ণ করেন। কিন্তু অর্ধশতরানের পর জশ টংয়ের বলের লেংথ বুঝতে না পেরে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন (৫৫)। ব্যাট করতে নেমেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ঋষভ পন্থ। যদিও ভাগ্য সুপ্রসন্ন ছিল তাঁর। বেন স্টোকসের বলে মিড অফ দিয়ে বড় শট মারতে গিয়ে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়েছিলেন। যদিও সেই সহজ ক্যাচ ফেলে দেন ক্রলি। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল তিন উইকেট হারিয়ে ১৭৭।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান শুভমন ও পন্থ। ৫৮ বলেই অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। খানিকবাদে অর্ধশতরানে পৌঁছন ঋষভ পন্থও। ভারতের সহ-অধিনায়ক অর্ধশতরান করতে নেন ৪৮ বল। শোয়েব বশিরের বলে বড় শট খেলতে গিয়ে পন্থের হাত থেকে ব্যাট ছিটকে যায়। ৬৫ রানের মাথায় ক্যাচ আউট হয়ে ফেরেন। এর পর দলকে এগিয়ে নিয়ে যান গিল ও রবীন্দ্র জাদেজা। ৭৬ রান করেই সুনীল গাভাসকারের রেকর্ড ভাঙেন ভারত অধিনায়ক। খানিক বাদে পৌঁছে যান শতরানে। গিলকে যোগ্যসঙ্গত করেন রবীন্দ্র জাদেজাও। চা বিরতিতে ভারতের লিড দাঁড়ায় ৪৮৪ রান।

চা বিরতির পরেই হাত খুলে খেলতে শুরু করেন শুভমন ও রবীন্দ্র জাদেজা। ইংরেজ বোলারদের পিটিয়ে ছাতু করে দুজনেই দলকে বড় রানের দিকে এগিয়ে নেন। প্রথম ইনিংসে ৮৯ রানের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন জাদেজা। শেষ পর্যন্ত শুভমন গিলকে থামান শোয়েব বশির। ১৬১ রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করলেন তিনি। পরের ওভারেই জো রুটের বলে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নীতীশ রেড্ডি। এর পরে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর হাত চালিয়ে খেলে দলের লিড ৬০০ রান পার করিয়ে দেন। তার খানিকবাদে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ভারত অধিনায়ক। জাদেজা ৬৯ এবং সুন্দর ১২ রানে অপরাজিত থেকে যান। ইংল্যান্ডের হয়ে জস টং ও শোয়েব বশির দুটি করে এবং জো রুট ও ব্রাইডন কার্স একটি করে উইকেট নিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

মাত্র ৫৮ রান প্রয়োজন, তাহলেই গ্যারি সোবার্সের মতো জাদেজাও ‘স্যার’

১১ কোটি টাকা! রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার হলেন অলিভিয়া স্মিথ

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ফরাসি কিংবদন্তি প্লাতিনির বাড়িতে চুরি, একাধিক পুরস্কার নিয়ে চম্পট দিল চোর

বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ