এই মুহূর্তে




ফের শতরান শুভমনের, ভেঙে দিলেন গাভাসকরের ৫৪ বছরের পুরনো রেকর্ড




নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম: অপ্রতিরোধ্য শুভমন গিল। এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ২৬৯ রানের ইনিংসের পর শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন ভারত অধিনায়ক। সেই সঙ্গে ভেঙে দিলেন সুনীল গাভাসকরের ৫৪ বছরের পুরনো রেকর্ড। একটি টেস্টে সর্বাধিক রানকারী ভারতীয় ক্রিকেটারের শিরোপা নিজের মাথায় পরলেন।

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অব স্পেনে দুই ইনিংস মিলিয়ে ৩৪৪ রান করেছিলেন সুনীল গাভাসকর। প্রথম ইনিংসে করেছিলেন ১২৪ রান ও দ্বিতীয় ইনিংসে ২২০ রান। এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসেই ২৬৯ রান করেছিলেন শুভমন গিল। গাভাসকারের রেকর্ড ভাঙার জন্য দরকার ছিল মাত্র ৭৫ রানের। এদিন অনায়াসে সেই রান টপকে যান ভারত অধিনায়ক। সেই সঙ্গে নিজের শতরানেও পৌঁছে যান। এ নিয়ে চলতি ইংল্যান্ড সিরিজে তিনটি শতরান করলেন শুভমন। তার মধ্যে দ্বিশতরানও রয়েছে। তুখোড় ফর্মে থাকা ভারত অধিনায়ক কার্যত একের পর এক রেকর্ড ভেঙে তছনছ করে চলেছেন। ডন ব্র্যাডম্যান, সুনীল গাভাসকর, আজহারউদ্দিন, বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটারদের তৈরি করা মাইলফলক অনায়াসে পেরিয়ে যাচ্ছেন। তাঁকে থামানো অসাধ্য হয়ে দাঁড়িয়েছে ইংরেজ বোলারদের কাছে।

প্রথম ইনিংসে ১৮০ রানের লিড নিয়ে শুক্রবার (৪ জুলাই) দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছিল ভারত। তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১ উইকেট হারিয়ে ৬৪। লোকেশ রাহুল ২৮ ও করুণ নায়ার ৭ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের থেকে ২৪৪ রান এগিয়ে শনিবার চতুর্থ দিনে খেলতে নামে টিম ইন্ডিয়া। দেখেশুনে খেলতে শুরু করেন রাহুল ও করুণ। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি করুণ। কার্সের বলে উইকেটরক্ষক স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি (২৬)। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাস নিয়েই ব্যাট করছিলেন রাহুল। অনায়াসে অর্ধশতরান পূর্ণ করেন। কিন্তু অর্ধশতরানের পর জশ টংয়ের বলের লেংথ বুঝতে না পেরে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন (৫৫)। ব্যাট করতে নেমেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ঋষভ পন্থ। যদিও ভাগ্য সুপ্রসন্ন ছিল তাঁর। বেন স্টোকসের বলে মিড অফ দিয়ে বড় শট মারতে গিয়ে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়েছিলেন। যদিও সেই সহজ ক্যাচ ফেলে দেন ক্রলি। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল তিন উইকেট হারিয়ে ১৭৭।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান শুভমন ও পন্থ। ৫৮ বলেই অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। খানিকবাদে অর্ধশতরানে পৌঁছন ঋষভ পন্থও। ভারতের সহ-অধিনায়ক অর্ধশতরান করতে নেন ৪৮ বল। শোয়েব বশিরের বলে বড় শট খেলতে গিয়ে পন্থের হাত থেকে ব্যাট ছিটকে যায়। ৬৫ রানের মাথায় ক্যাচ আউট হয়ে ফেরেন। এর পর দলকে এগিয়ে নিয়ে যান গিল ও রবীন্দ্র জাদেজা। ৭৬ রান করেই সুনীল গাভাসকারের রেকর্ড ভাঙেন ভারত অধিনায়ক। খানিক বাদে পৌঁছে যান শতরানে। গিলকে যোগ্যসঙ্গত করেন রবীন্দ্র জাদেজাও। চা বিরতিতে ভারতের লিড দাঁড়ায় ৪৮৪ রান। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

ফের দুঃসংবাদ, ICC র‍্যাঙ্কিংয়ে আরও নামলেন শুভমন, পন্থ, জয়সওয়াল

দৌড়বিদ ফৌজা সিংহের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অনাবাসী ভারতীয়

ওল্ড ট্র্যাফোর্ডে ‘অগ্নিপরীক্ষার’ চতুর্থ টেস্টে খেলবেন পন্থ-বুমরা? বড় খবর সামনে এল

লর্ডস টেস্টের ২৪ ঘণ্টার মধ্যে বশিরের বদলি ঘোষণা ইংল্যান্ডের, কে এলেন?

১৪.৩ ওভারে মাত্র ২৭ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ