এই মুহূর্তে




FIFA Club World Cup: মেসিদের কাঁদিয়ে শেষ আটে পিএসজি




নিজস্ব প্রতিনিধি: চিরদিন কাহারও সমান নাহি যায়। রবিবার (২৯ জুন) রাতে তা হাড়ে-হাড়ে টের পেলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসি ক্লাব পিএসজির কাছে ৪-০ গোলে হেরে গেল মেসিদের ইন্টার মায়ামি। ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজম করেছিলেন মেসিরা। সম্ভবত ফুটবলের রাজপুত্রকে চরম লজ্জা উপহার দিতে চাইনি বলে দ্বিতীয়ার্ধে আর মায়ামির জালে বল জড়ায়নি। এদিন যথেষ্টই নিষ্প্রভ দেখিয়েছে মেসিকে। তাঁকে এতটা অসহায় এর আগে কখনও লেগেছে কি না সন্দেহ!

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এদিন শুরু থেকেই মায়ামিকে নিয়ে ছেলেখেলা শুরু করে দেন জোয়াও নেভেস-আশরাফ হাকিমিরা। সেই আক্রমণ সামলাতে গিয়ে খাবি খায় মায়ামির রক্ষণ ভাগের খেলোয়াড়রা।  ম্যাচের ৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন পিএসজির  পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। আর গোলের পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লুইস এনরিকের শিষ্যরা। ৩৯ মিনিটে ফের গোল করে ব্যবধান ২-০ করেন নেভেস। এর মিনিট খানেক পর নিজের জালেই বল জড়ান ইন্টার মায়ামির ডিফেন্ডার টমাস অ্যাভিলেস। যোগ করা সময়ে আশরাফ হাকিমি মায়ামির জাল কাঁপিয়ে ব্যবধান ৪-০ করেন। প্রথমার্ধে ৭৯ শতাংশ বল দখলে ছিল পিএসজির।

৪-০ গোলে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে একই সঙ্গে পাঁচটি বদল করেন পিএসজি কোচ লুইস এনরিকে। উসমান ডেম্বেলে ও জাইরি এমেরিরা মাঠে নামায় আক্রমণের ঝাঁজ বাড়ে। যদিও দ্বিতীয়ার্ধে খানিকটা ঘুরে দাঁড়ায় মায়ামি।  সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেছেন লুইস সুয়ারেজ। মেসি দারুণ এক ক্রস বাড়িয়েছিলেন সতীর্থ সুয়ারেজকে লক্ষ্য করে। সামনে শুধু গোলরক্ষক ছিলেন। তবুও  উরুগুয়ের ফরোয়ার্ড বলে-পায়ে ঠিকমতো সংযোগই করতে পারলেন না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

শেষমুহূর্তে হরভজন, শিখর ধাওয়ানদের আপত্তিতে বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ, ক্ষমা চাইল WCL

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি, টপকে গেলেন রোনাল্ডোকে

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

মাত্র ৫৮ রান প্রয়োজন, তাহলেই গ্যারি সোবার্সের মতো জাদেজাও ‘স্যার’

১১ কোটি টাকা! রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার হলেন অলিভিয়া স্মিথ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ