এই মুহূর্তে




৬৬ বলে ৮০! কঠিন চ্যালেঞ্জে ঝড় তুলে স্মৃতি মন্ধানার তিন বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিনিধিঃ ক্রিকেটবিশ্বে ঝড় তুলে ইতিহাসে নাম লেখালেন স্মৃতি মান্ধানা। এক ক্যালেন্ডার বছরে ১,০০০ রান করে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ইতিহাস রচলেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। বর্তমানে চলছে আন্তর্জাতিক ওয়ানডে বিশ্বকাপ। রবিবার (১২ অক্টোবর) বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের আইসিসি মহিলা বিশ্বকাপের ম্যাচের সময়, স্মৃতি মান্ধানা আবারও তাঁর দক্ষতা প্রদর্শন করেছেন। সাবলীলভাবে ৬০ বলে ৮০ রান তুলেছেন। আহ অস্ট্রেলিয়ার বোলিংকে একেবারে ছারখার করে দিয়ে একগুচ্ছ রেকর্ড অর্জন করে নিলেন স্মৃতি মান্ধানা। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৬ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন তিনি। দিন কয়েক ধরেই সমালোচনা চলছিল যে, ভারতীয় ব্যাটারেরা প্রচুর বল নষ্ট করছেন! রবিবার তারই উপযুক্ত জবাব দিলেন স্মৃতিরা। টসে হেরে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। তাতেই সমস্ত রেকর্ড তছনছ করে ভারতীয় দল তুলল ৩৩০ রান।

মহিলাদের এক দিনের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে ১,০০০ রান করলেন স্মৃতি। যে বিশ্বরেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্কের। যিনি ১৯৯৭ সালে ১৬টি এক দিনের ম্যাচে ৯৭০ রান করে রেকর্ড গড়েছিলেন। তারপর আর কেউ ৯০০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। অবশেষে ২৮ বছর পর সেই খ্যাতি অর্জন করলেন স্মৃতি মান্ধানা। এই মাইল ফলক স্পর্শ করার পর, স্মৃতি মান্ধানা মহিলাদের এক দিনের ক্রিকেটে দ্রুততম হিসেবে ৫,০০০ রান করার কৃতিত্বও অর্জন করে নিলেন। ১১২ ইনিংসে এই মাইলফলকে পৌঁছলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর (১২৯ ইনিংসে ৫,০০০ রান), সুজি বেটসের পর মিতালি রাজ ছিলেন ভারতীয়দের মধ্যে এই তালিকায় সকলের উপরে। তিনি ১৪৪টি ইনিংসে ৫,০০০ রান করেছিলেন। এরপর এল স্মৃতির ইনিংস। ২৯ বছর বয়সী এই খেলোয়াড় শুধু দ্রুততম নয়, কনিষ্ঠতম হিসেবেও মহিলাদের এক দিনের ক্রিকেটে ৫০০ রান করার রেকর্ড গড়েছেন।

আজ ইনিংসের শুরুতে কিম গার্থকে বাউন্ডারি মেরে ঝড় শুরু করেন স্মৃতি। এরপর তাঁর আরসিবি সতীর্থ সোফি মোলিনিউ-র বলে একটি বাউন্ডারি এবং একটি ছক্কা মেরে এক ক্যালেন্ডারের বছরে ১,০০০ রানের মাইলফলক অর্জন করলেন তিনি। স্মৃতির ৬৬ বলে ৮০ রানের ইনিংসে ছিল ৯টি চার এবং ৩টি ছক্কা। তবে আগের ম্যাচগুলিতে ভাল পারফরম্যান্স দিতে পারেননি এই ভারতীয় ওপেনার। প্রথম তিনটি ম্যাচে ৫৪ রান করেছিলেন। তবে স্মৃতির ৬৬ বলে ৮০ রান ছাড়াও ভারতকে বড় রান পেতে সাহায্য করেছে প্রতিকা, হরলিন দেওল, হরমনপ্রীত কৌর, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ, আমনজ্যোৎ কৌর-সহ সকলেই। কেউই বল নষ্ট করেননি।

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ইডেনের পিচ খারাপ ছিল না, আমরা পারিনি তাই হেরেছি’, পরাজয়ের দায়ভার দলের কাঁধেই চাপালেন কোচ গম্ভীর

অত্যন্ত খারাপ পিচ, ১২৪ তুলতেই ছুটল ভারতের কালঘাম, ইডেনে জয়ীর মুকুট প্রোটিয়াদের মাথায়

শুরুতেই প্যাভিলিয়নে যশস্বী ও রাহুল, চাপের মুখে ভারত, প্রায় জয়ের চৌকাঠে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

খেলতে পারবেন না শুভমন, জানিয়ে দিল বিসিসিআই

উডল্যান্ডসে ভর্তি শুভমন গিল, ইডেন টেস্টে খেলার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের

কোহলি-রোহিতকে ধরে রাখল বেঙ্গালুরু-মুম্বই, চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ