এই মুহূর্তে




হোবার্টে ওয়াশিংটনের বিধ্বংসী ব্যাটিং, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিনিধি: হোবার্টের বেলেরিভ ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টির প্রথম ইনিংসে ঝড়ো ব্যাটিং ভারতের। দীর্ঘ সময় পর টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তাতেই অস্ট্রেলিয়াকে দুরমুশ করল ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে হাজিয়ে সিরজে সমতা ফেরাল ভারত। ফলাফল ১-১। ভারতের স্কোর ১৮.৩ ওভারে  ১৮৮/৫  ওয়াশিংটন সুন্দর ৪৯ (২৩), জিতেশ শর্মা ২২(১৩)-তে অপরাজিত।  

ভারতের সামনে জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল অস্ট্রেলিয়া।  সেই রান তাড়া করতে নেমে দুর্দান্ত খেলে ভারতীয় দল। প্রথম একাদশে সুযোগ পেয়ে   নিজেকে ফের একবার প্রমাণ  করেছেন অর্শদীপ সিংহ। ওভার সম্পূর্ণ শেষ হওয়ার আগেই জয় ছিনিয়ে নিয়েছেন সূর্যকুমাররা। রবিবার ভাগ্য সদয় হয়নি অস্ট্রেলিয়ার। ভারতের দাপুটে বোলার অর্শদীপ ৩৫ রানে নেন ৩ উইকেট। অন্যদিকে ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন বরুণ।  শিবম দুবে ৪৩ রান খরচ করে পান ১ উইকেট। খেলতে নামার পরেই প্রথম ওভারেই ট্রাভিস হেড (৬)-কে সাজ ঘরে ফেরান অর্শদীপ।  দ্বিতীয় ওভারে জশ ইংলিশ (১)-কেও তিনিই ফেরান। পর পর উইকেট হারানোর পর  টিম ডেভিড ঝড়ো ব্যাটিং শুরু করেন। অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে ৫৯ রানের জুটি  গড়েন। তবে তাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। মার্শকে ফেরান বরুণ। অন্যদিকে ডেভিডকে সাজঘরের ফেরান শিবম দুবে।  মার্কাস স্টইনিস (৬৯) চালিয়ে খেলে ১৮৬-তে রান নিয়ে যায় অস্ট্রেলিয়ায়। যদিও শেষ রক্ষা হয়নি।

অন্যদিকে, শুভমান গিল করেন ১৫ । সূর্যকুমার ২১৮ স্ট্রাইক রেটে ১১ বলে ২৪ রান  করেন। স্টয়নিসের বলে তিনি আউট হন ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

মাটিতে বসেই দর্শন, তারকাসুলক অহংকে দূরে রেখে বিশ্বনাথ মন্দিরে অঞ্জলী ও সারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ