24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:57 am
নিজস্ব প্রতিনিধি, সিডনি: বিশ্বকাপের (T20 World Cup) শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিঁকে থাকার জন্য নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে জয় প্রয়োজন ছিল শ্রীলঙ্কার (Sri Lanka)। কিন্তু শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একতরফা ম্যাচে কিউইয়দের কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করল দাসুন শনাকা (Dasun Shanaka)। ১০২ রানে গুটিয়ে যায় লঙ্কাদের ইনিংস। ৬৫ রানে হেরে কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে এশিয়া চ্যাম্পিয়ানরা।
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা। স্কোর বোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই শূন্য রানে আউট হন পাথুম নিশাঙ্কা। মাত্র চার রান করে সাজঘরে ফেরেন অন্য ওপেনার কুশল মেন্ডিজ। তিন বলের মাথায় শূন্য রানে ফেরেন ধনঞ্জয়া ডি’সিলভা। চার রান করেন চারিথ আসালাঙ্কা। চামিরা করুণারত্নেকে নিয়ে দলকে লজ্জার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন ভানুকা রাজাপক্ষে। দলের ২৪ রানের মাথায় আউট হন চামিরা। অনবদ্য লড়াই করে ৩৪ রানে সাজঘরে ফেরেন রাজাপক্ষে। ওয়ানিন্দু হাসারঙ্গাও তেমন সুবিধা করতে পারেননি। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা শেষের দিকে কিছুটা লড়াই চালান। কিন্তু যোগ্য সঙ্গতের জন্য কাউকে পাননি। ৩২ বলে ৩৫ রান করে ফেরেন তিনি।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে এদিন প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামলস। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ১ রানে, ডেভন কনওয়ে ১ রানে এবং কেনে উইলিয়ামসন ৮ রানে সাজঘরে ফিরে যান। দলের তিন সেরা ব্যাটসম্যান মাত্র ১৫ রানের মধ্যে বিদায় নেওয়ায় কিউইরা কত রান সংগ্রহ করতে পারবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু তখনই প্রতিরোধ গড়ে তোলেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। দুজনে জুটি বেঁধে ৮৪ রান সংগ্রহ করে দলের বিপর্যয় রুখে দেন। ২৪ বলে ২২ রান করে বিদায় নেন ড্যারিল মিচেল। জেমস নিশাম ৫ রান করে আউট হন। ইনিংসের শেষ লগ্নে ৬৪ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলে বিদায় নেন গ্লেন ফিলিপস। মিচেল সান্তনার ১১ রানে এবং টিম সাউদি চার রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।