এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘সবচেয়ে বড় ভুলটা আমি করেছিলাম, তবে বিজেপি এবার আর ক্ষমতায় আসবে না’

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: নিজের ভুল প্রকাশ্য মঞ্চে কয়জন স্বীকার করতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) পারেন। কেননা লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) দলের প্রার্থীর হয়ে প্রচারে নেমে সেই কাজটাই তিনি নিজে করে দেখাতে পেরেছেন। এদিন অর্থাৎ ২৬ এপ্রিল, শুক্রবার তিনি পশ্চিম মেদিনীপুরে(Paschim Midnapur) ঘাটাল লোকসভা কেন্দ্রের(Ghatal Constituency) তৃণমূল প্রার্থী তথা টলি হিরো দেবের সমর্থনে একটি সভা করেন পিংলাতে(Pingla)। সেখানেই তিনি নিজের একটি ভুল প্রকাশ্যেই স্বীকার করে নেন। একই সঙ্গে একহার নেন, বিজেপি ও বামকে। এদিনও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে মমতা দাবি করেছেন যে, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি হারছে। আর সেটা শুধু বাংলার বুকে নয়, গোটা ভারতে।

এদিন পিংলা থেকে মমতা বিজেপিকে নিশস্না বানিয়ে মমতা বলেন, ‘বিজেপি(BJP) ক্ষমতায় আসবে না। সেটা ওরা বুঝে গিয়েছে। তাই ঘাবড়ে গিয়েছে। আর উল্টোপাল্টা বলছে। বলছে ভোটের পর NIA দিয়ে দেব। আরে ভোটের পর তুই থাকবিই না, NIA কোথা থেকে দিবি। আগে ঠিক কর নিজে কোথায় থাকবি। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করেছিল। তার জন্য গোটা দেশে ১০০ কোটি বরাদ্দ করেছিল। অর্থাৎ রাজ্যের জেলাগুলির কপালে ১০ টাকা করেও জুটবে না। আর তার মধ্যে উনি নিজের প্রচারেই ৯০ কোটি খরচ করে ফেলেছেন। ওরা সবাইকে চোর বলে, অথচ নিজেরা জগৎ বিখ্যাত চোর। যে ভাবে ভারতবর্ষে ইলেকশন চলছে তাতে সারা পৃথিবী বলছে লজ্জা লজ্জা লজ্জা। একশো দিনের কাজে কাদের টাকা দেওয়ার কথা? তিন বছর টাকা দেয়নি। আমরা দিয়েছি সেই টাকা। তাই বিজেপিকে একটাও ভোট নয়। বিজেপি ভোট চাইবার আগে আমার ৫টা প্রশ্ন থাকবে। ২০১৪ সালের নির্বাচনে জেতার পর প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল। কেউ টাকা পেয়েছে? যখন দেয়নি তখন বিজেপির ভোট ওর বাক্সে বন্ধ করে দিন। বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে। মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছে। NRC নিয়ে এসেছে। CAA নিয়ে এসেছে। Uniform Civil Code নিয়ে এসেছে। কিন্তু আমরা লড়াই করে যাব।’

এর পাশাপাশি মমতা বলেন, ‘আগে মেদিনীপুর দেখেছেন, শুধুই কঙ্কাল কাণ্ড। ডেডবডির পর ডেডবডি। কোনও বিচার পায়নি মানুষ। সবচেয়ে বড় ডাকাতি করে গিয়েছে সিপিএম। আর সবচেয়ে বড় ভুলটা আমি করেছিলাম। কারণ আমি বলেছিলাম, বদলা নয়, বদল চাই। পালা বদলের পর বাংলার দিকে দিকে রবীন্দ্রসঙ্গীত বেজেছিল। নন্দীগ্রামে বিজেপি আবার অত্যাচার শুরু করেছে। লোডশেডিং করে এবারেও ভোটে জেতার চেষ্টা করবে। অনেক টাকা করেছো না! পরিবারকে বাঁচাতে বিজেপিতে গেছো। জেনে রাখো, ওসব করে আর লাভ হবে না। এবারে আর বিজেপি দেশের ক্ষমতায় আসছে না। সিপিএমের সময়ে মানুষ বিচার পায়নি। আর এখন ওরা এখানে বিজেপির চোখ হয়ে কাজ করছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালবৈশাখীর তাণ্ডবে রাজ্যজুড়ে সাতজনের প্রাণহানি

সোমবার সন্ধ্যায় ঝমঝমিয়ে প্রথম কাল বৈশাখীর বৃষ্টি কলকাতা শহরে

শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সন্দেশখালিতে মিছিল তৃণমূলের

তীব্র দাবদহে নদীয়ার এঁচোড় দেদার রপ্তানি হচ্ছে ভিন রাজ্যে

মালদা ও মুর্শিদাবাদের নির্বাচনে বুথগুলিকে ঘিরে কড়া নজরদারি কমিশনের

সেলিম কাঁটা উপড়ে ফেলে মুর্শিদাবাদ ধরে রাখতে বদ্ধপরিকর তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর