এই মুহূর্তে




জঙ্গলমহলে বাঘের সন্ধান পেতে বসানো হলো ১২টি ট্যাপ ক্যামেরা, ঘটনাস্থলে সুন্দরবনের বিশেষজ্ঞরা




নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:জঙ্গলমহলে ফের বাঘাতঙ্কে শুরু নজরদারি । সোমবার সকালে জঙ্গলমহলে পৌঁছেছেন সুন্দরবনের বিশেষজ্ঞরা। নতুন করে বাঘের আতঙ্ক। ১২ টি ক্যামেরা(12 Camera) বসানো হয়েছে জঙ্গলমহলের বিভিন্ন আনাচে-কানাচে। যাতে বাঘের গতিবিধি জানা যায়। বাঘ মামার আতঙ্ক ছড়িয়েছে জঙ্গলমহলে। মঙ্গলবার পৌষ পার্বণ উৎসব। তার আগে বাঘের আতঙ্কে একপ্রকার ঘরবন্দী জঙ্গলমহলের মানুষজন।জেলার বিনপুর ২ ব্লকের বেলপাহাড়ি থানা(Belpahari P.S.) এলাকায় বাঘ দেখে বসানো হয় ট্যাপ ক্যামেরা। সোমবারই সুন্দরবন থেকে বাঘ ধরতে আনা হয়েছে বিশেষজ্ঞ দলকে।

রবিবার সকালে বাঁশপাহাড়ি(Bashpahari) অঞ্চলের ছুরিমারা সংলগ্ন মুনিয়াডি জঙ্গলে বাঘ দেখতে পান গ্রামের বেশ কয়েকজন যুবক জঙ্গলে লাল পিঁপড়ে (কুরকুট) সংগ্রহে গিয়ে। তাঁদের প্রায় পাশ দিয়ে চলে যায় বাঘটি। ভয়ে গ্রামে ফিরে বিষয়টি জানাতে এলাকায় ছড়ায় বাঘাতঙ্ক। খবর পেয়ে আসেন বাঁশপাহাড়ি রেঞ্জের বনকর্মীরা। মুনিয়াডি জঙ্গলে(Muniadi Forest) বাঘের পায়ের ছাপ মেলে। বনকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে শনিবার রাতেই সীমান্তবর্তী বেলপাহাড়ির মুনিয়াডি জঙ্গলে ঢুকেছে বলে ধারণা বনাধিকারিকদের। ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও(DFO) ওমর ইমাম জানান, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। ঘটনাস্থলে বনাধিকারিক ও কর্মীরা রয়েছেন।

মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘গ্রামবাসীদের সতর্ক থাকতে ও জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে। একাধিক জায়গায় ট্যাপ ক্যামেরা বসালেও বাঘটির গলায় রেডিও কলার(Radio Caller) নেই বলে গতিবিধি বোঝা যাচ্ছে না। রাতভর এলাকায় থেকে নজরদারি চালাবেন দফতরের কর্মীরা।’ প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর ঝাড়খণ্ডের চাকুলিয়া বনাঞ্চল থেকে বাঘিনি জিনাত সীমানা পেরিয়ে বেলপাহাড়ি এলাকায় প্রবেশ করে। ২২ ডিসেম্বর বাঁশপাহাড়ি হয়ে প্রবেশ করে পুরুলিয়ার রাইকা পাহাড়ে। সেখানকার জঙ্গলে কয়েকদিন থাকার পর বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের গোসাঁইডিহি জঙ্গলে(Gosaidihi Forest) ঢুকলে তাকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ধরা হয়। এর পর তাকে ওড়িশার সিমলিপাল বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। সেই ঘটনার রেশ না কাটতেই রবিবার ফের বেলপাহাড়িতে বাঘ ঢোকায় বাঘের নতুন করে আতঙ্কিত মানুষ। কীভাবে নিশ্চিন্তে মকর পরব সারবেন চিন্তায় এলাকার বাসিন্দারা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে সন্ধ্যা নামতেই ব্যাপক ঝড় ও শিলা বৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

শ্যামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মিড – ডে মিলের তরকারিতে ‘টিকটিকি’

জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের ডেরায় তল্লাশি GST-র

দিনের পর দিন পড়ানোর নামে নাবালিকাকে যৌন হেনস্থা, ধৃত গৃহশিক্ষক

ডিভোর্সের পর প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঘর করার আবদার, রাজি না হওয়ায় বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ ঠাকুমা

সীমান্তে কাঁটাতার মেরামতির ফাঁক গলে গ্রেফতার বাংলাদেশী অনুপ্রবেশকারী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর