এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘প্রথম দফায় মাথা ভেঙেছি, একেবারে শেষে বলো হরি, হরি বোল’, বিজেপিকে কটাক্ষ অভিষেকের

Courtesy - Twitter

নিজস্ব প্রতিনিধি: দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) ভোটগ্রহণের পালা শুরু হয়ে গিয়েছে। গত ১৯ এপ্রিল দেশের ১০২টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। তার মধ্যে ছিল বাংলার ৩টি কেন্দ্রও। সেই ৩ কেন্দ্র হল – কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। আগামী ২৬ এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সেদিন দেশের ৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। তার মধ্যে থাকছে বাংলারও ৩টি কেন্দ্র। ওই ৩ কেন্দ্র হল – দার্জিলিং(Darjeeling Constituency), রায়গঞ্জ ও বালুরঘাট। এই ৩ কেন্দ্রেই আগামীকাল অর্থাৎ বুধবার বিকালে শেষ হয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার। ঠিক তার আগে এদিন শিলিগুড়ির(Siliguri) বুকে সভা করে বিজেপিকে তীব্র কটাক্ষ হানলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করেছে গোপাল লামাকে। তাঁর সমর্থনেই এদিন শিলিগুড়ির উত্তরা টাউনশিপ ময়দানে একটি প্রচারসভায় যোগ দেন অভিষেক। সেখান থেকেই তিনি কটাক্ষ হানেন পদ্মশিবিরকে।

দার্জিলিং লোকসভা কেন্দ্র গত ১৫ বছর ধরে বিজেপির(BJP) দখলে। রাজ্যে পরিবর্তনের পরেও একবারের জন্য হলেও তৃণমূল এই কেন্দ্র থেকে জয়ী হয়নি। সেই প্রসঙ্গ টেনেই এদিন অভিষেক বলেন, ‘দার্জিলিঙে সব দলকে আপনারা সুযোগ দিয়েছেন। কিন্তু কেউ কিছু করেনি। এক বার তৃণমূলকে জেতান! আপনাদের কাছে পাঁচ বছর নেব না। দু’বছরের মধ্যে যদি কাজ না করতে পারি তা হলে ২০২৬ সালের বিধানসভা ভোটে আপনারা যা বদলা নেওয়ার নিয়ে নেবেন। রাজু বিস্তা, ৫ বছরের সাংসদ। গত ৫ বছরে কী কাজ করেছেন? দিল্লির তল্পিবাহকতা করে আপনাদের সকলের আবাসের টাকা বন্ধ দিয়েছেন রাজু বিস্তা। আবার কি তাঁকে জেতাবেন? আমি বলছি, ভোটের সময়ে তাঁরা এখানে পরিযায়ী হয়ে আসেন। যতবার দিল্লির যত নেতা এখানে প্রচার করতে আসবেন, ততবার ৫ হাজার করে ভোট কমবে। মনে রাখবেন, বিজেপিকে উচিত শিক্ষা দিতে পারে তৃণমূল। অনেক ভাবেই তো চেষ্টা হচ্ছে। তাতেও তৃণমূলকে হারাতে পারছে না। আমি হাওয়ায় কথা বলি না। আমি আপনাদের বলছি, প্রথম দফায় যে তিনটি আসনে ভোট হয়েছে, সেখানকার মানুষ বাংলা বিরোধীদের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছে। আগামী দিনে সার্জিক্যাল স্ট্রাইকের দায়িত্ব আপনাদের। প্রথম দফায় ওদের মাথা ভেঙেছি। দ্বিতীয় দফায় কাঁধ ভাঙব। তৃতীয় দফায় কোমর, চতুর্থ দফায় হাত ভাঙব, পঞ্চম দফায় পা আর একেবারে শেষে বলো হরি, হরি বোল।’

এর পাশাপাশি অভিষেক বলেন, ‘মনে রাখবেন, বিজেপির হাত শক্ত করলে ২৬ তারিখই হবে আপনাদের জীবনের শেষ ভোট। কারণ, ওদের সংকল্পপত্রে রয়েছে এক দেশ এক ভোটের কথা। অর্থাৎ এই যে আপনারা লোকসভা, বিধানসভা, পুরসভা ভোট দেন ৫ বছর পর পর, তা আর দিতে পারবেন না। একবারই ভোট দেবেন। বিজেপির হাত শক্ত করলে ২৬ তারিখই হবে আপনাদের জীবনের শেষ ভোট। অনেক হয়েছে শাসন, ২৬ তারিখ বিসর্জন। বলুন ভূমিপুত্র গোপাল লামা নাকি বহিরাগত রাজু বিস্তা কাকে জেতাবেন? আগামী ২৬ তারিখ যদি গোপাল লামাকে ভোট দিয়ে, সমর্থন দিয়ে জেতান, তাহলে দার্জিলিংবাসীর আবাসের টাকা নিয়ে ভাবতে হবে না। প্রথম দফার কিস্তির টাকা রাজ্য সরকার ৩১ ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। বিজেপি সব জায়গায় দল ভাঙানোর রাজনীতি করে। এখানেও করছে। তাতে ওদের কিছুটা লাভও হয়েছে। কিন্তু এবার আপনাদের পালা। বিজেপির ঘর আপনারা ভেঙে দিন। ২৬ তারিখ আসছে দিন, সকাল সকাল জোড়াফুলে ভোট দিন। বিজেপির কাছে কোনওদিনই মাথা নত করবে না তৃণমূল। দিল্লির স্বৈরাচারী সরকারের পতন এখন শুধু সময়ের অপেক্ষা।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরপাড়ার মাখলাতে দৃষ্টিহীনদের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজভবনের অন্দরে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে সরব সায়নী ও লাভলী মৈত্র

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর