এই মুহূর্তে




বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ হয়ে মৃত পরিবারের মহিলাদের হোম গার্ডের বদলে অন্য চাকরি দেওয়ার দাবি অধীরের

নিজস্ব প্রতিনিধি বহরমপুর: বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সাত পরিযায়ী শ্রমিকের। রবিবার ওই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বহরমপুর থানার নগড়াজল পাঁচপীরতলা গ্রামে যান বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী(Adhir Chowdhury)। তিনি বলেন, ‘কর্ণাটক সরকারের স্বাস্থ্যমন্ত্রীকে বলে ওই মৃতদেহগুলি গ্রামে ফেরানোর ব্যাপারে উদ্যোগ তিনিই নিয়েছেন। সেই সঙ্গে যে কোম্পানির হয়ে ওই শ্রমিকরা কাজে গিয়েছিলেন, সেই কোম্পানির সঙ্গে কর্ণাটক সরকারের তরফে কথা বলে পরিবার পিছু আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হয়। সে সব জানতে পেরে রাজ্য সরকার এখন দু’লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেন। সে ভাল কথা।’

অধীর জানান, রাজ্য সরকার বাড়ির মহিলাদের হোমগার্ডে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন। চাকরির দরকার। কিন্তু ওই সব বাড়ির মহিলা যাঁরা নিজের গ্রামে ভাল করে চেনেন না। সেই মহিলাদের হাতে লাঠি ধরিয়ে হোমগার্ডের মতো চাকরি না দিয়ে অন্য কোনও চাকরির ব্যবস্থা করা যেত। পরে অধীর চৌধুরীর সাংবাদিক বৈঠকে তৃণমূলের বিজয়া সম্মিলনীতেও কেষ্ট-কাজল সংঘাত প্রসঙ্গে বলেন, অনুব্রত মণ্ডল ও কাজল শেখ অনুগামীদের মধ্য়ে স্লোগান, পাল্টা স্লোগান।

স্লোগানের জেরে কার্যত ভাষণ থামাতে হল সাংসদ(MP) শতাব্দী রায়কে। এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, দারুন ব্যাপার সবাই সার্কাস(Circus) দেখুন।মন্দিরবাজারে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান মহিলাদের। এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন প্রত্যেকের সব পুজোতে যাওয়ার অধিকার আছে। সেখানে বাধা দেওয়া উচিত নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ