27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:48 pm
নিজস্ব প্রতিনিধি: বকটুই (BAGTUI) কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (HOSPITAL)। উল্লেখ্য, গত সোমবার জেল হেফাজতে থাকার সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তাঁকে ভর্তি করা হয়েছিল রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ভর্তি ছিলেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। আর এবার তাঁকে স্থানান্তরিত করা হল।
হাসপাতাল সূত্রে খবর, কার্ডিয়াক, ব্লাড প্রেসার, ব্লাড সুগার সহ বিভিন্ন উপসর্গ রয়েছে আনারুলের। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁকে রাখা হয়েছিল কড়া পুলিশি নিরাপত্তায়। এরপর অবস্থার উন্নতি না হলে তাঁকে গত বৃহস্পতিবার স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) নির্দেশের পরেই তারাপীঠের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় আনারুল হোসেনকে। বকটুই গ্রামের অগ্নিসংযোগের ঘটনায় মূল অভিযুক্ত আনারুল হোসেন রামপুরহাট-১ ব্লকের বড়ষাল গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূলের ব্লক সভাপতি। কিন্তু দলের নেতা হয়েও মুখ্যমন্ত্রীর রোষানল থেকে রেহাই পাননি তিনি। রাজধর্ম পালন করে মুখ্যমন্ত্রী এদিনই পুলিশকে কড়া নির্দেশ দেন, যেখান থেকে পারে তাঁরা যেন আনারুলকে গ্রেফতার করে আনে। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই দেখা যায় আনারুলের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। যদিও তাঁকে সেখানে পাওয়া যায়নি। কিন্তু পরে তারাপীঠের এক বেসরকারি হোটেল থেকে গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ (POLICE)। এরপর বকটুই কাণ্ডের তদন্তভার যায় সিবিআইয়ের (CBI) ওপর। আদালত (COURT) সূত্রে খবর, বকটুই মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ জুন।